Shruti Das: বিয়ের কিছুদিনের মধ্যেই ডিভোর্সের পোস্ট! হঠাৎ কী হল স্বর্ণ-শ্রুতির সংসারে?
Somrupa Ash: ছোটপর্দার 'রাঙা বউ' শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন কয়েক মাস আগেই। ৯ই জুলাই ডিরেক্টর স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। মাঝে মধ্যেই যুগলে ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে খুশি ভাগ করেন তিনি। দূর্গা পুজোয় ভোগ খাওয়া থেকে সিঁদুর খেলায় আনন্দে জমে উঠেছিলেন অভিনেত্রী, সেই আনন্দের মুহূর্ত গুলি শেয়ার করেন সামাজিক মাধ্যমে। এসবের মাঝে শ্রুতির সোশ্যাল মিডিয়ায় ডিভোর্সের পোস্ট দেখে রীতিমতো শোরগোল তুললেন নেটিজেনেরা।
আরও পড়ুন: Debojyoti-Soumili: অনস্ক্রিন ভাসুরের সঙ্গে অফস্ক্রিনে জমিয়ে প্রেম! অকপট 'অনুরাগের ছোঁয়ার' উর্মী...
হঠাৎ কী হল শ্রুতি-স্বর্ণের সংসারে? উঠল প্রশ্ন। তবে, ডিভোর্সের পোস্টটিতেই লুকিয়ে রয়েছে যাবতীয় রহস্য। সম্প্রতি গোধূলি সাহা দাস বলে একজন ফেসবুক ইউজারের পোস্ট যেখানে লেখা "আমার একটা প্রশ্ন!! রেজেস্ট্রি ম্যারেজটাকে অনেকে বিয়ে বলে ধরেন না। রীতিম মেনে বিয়ে না হলে নাকি বিয়েই নয়। বেশ, ভালো কথা। তাহলে ডিভোর্সটা শুধু সই করে হয় কেন? নিয়ম মেনেই ডিভোর্স করানো উচিত। যেমন ধর বর সিঁদুর মুছে দেবে, সাত পাকে উল্টো ঘুরবে... তাহলেই শুধু বিশ্বাস করা উচিত!" এই সমাজ আজও রীতি মেনে সাত পাক ঘুরে বিয়েতে বিশ্বাসী। এখনও অনেক জায়গাতে রেজেস্ট্রিকে মানতে নারাজ লোকজন। শ্রুতি নিজেও সই করে বিয়ে করেছেন তাই এই পোস্ট শেয়ার করে তার নিজের ফিলিংস জানাতে চেয়েছেন অভিনেত্রী। তার এই পোস্টে সমর্থন জানিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: Jeetu Kamal: বিচ্ছেদ জল্পনা উড়িয়ে পাহাড় প্রেমিক জিতু কমল! ছুটিতে অভিনেতার সঙ্গে কোন রহস্যময়ী?
প্রসঙ্গত, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় থাকা অপর একটি পোস্টের তারিফ করেছে নেটপাড়া। যেখানে দেখা যাচ্ছে শ্রুতি তার বিয়ের সাদা শাড়ি পরে অষ্টমী উদযাপন করছেন, এবং ক্যাপশন আছে" ছোটো বেলায় শুনতাম কালোদের সাদা পরলে খেতে আসে। কিন্তু, আমি তাঁদের মাথা খেয়ে সাদা পরে বিয়ে করেছি এবং বিয়ের শাড়ি পরে অষ্টমীও কাটিয়েছি।" শুধু তাই নয়, টলিপাড়ায় পা রাখতে না রাখতেই অনেকে তাকে নিয়ে বেঙ্গ তামাশা করতেন। কিন্তু আজ সেই শ্যামলা বর্ণের মেয়েটি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের ট্যালেন্টের জোরে জায়গা তৈরি করেছে।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment