Jesmin Roy: ভরা শীতে হঠাৎ অন্য 'বসন্ত'! প্রাক্তনকে ভুলে বিয়ের এবার পিঁড়িতে জেসমিন...
নভেম্বর পড়তেই টলিপাড়ায় বিয়ের সানাই! লাল বেনারসী, সোনালী গয়নায় লাজে রাঙা অভিনেত্রী জেসমিন। কপালে উজ্জ্বল লাল টিপ, আর চন্দনের
সাজে জেসমিনের দিক থেকে চোখ সরানোই দায়!
টলিপাড়ার ফিসফিস প্রাক্তন গৌরবকে ভুলে মুভ অন করেছেন অভিনেত্রী। আর সময় থাকতেই সেরে ফেললেন বিয়ে।
অভিনেত্রী জেসমিন রায়, টলিউডের ছোট পর্দার এক জনপ্রিয় মুখ। এরমধ্যে হঠাৎ তাকে বিয়ের সাজে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা নববধূর ছবিতে। সেই ছবি দেখে হতবাক ফ্যানেরা! তবে কি চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী? কদিন আগে পরনে হলুদ টিশার্ট, মাথায় টোপর এবং ক্যাপশনে ‘ব্রাইড টু বি’ কানাঘুষো তুলেছিল। আর তার পরেই কনের সাজে সেজে ওঠা ছবি শেয়ার! বিয়ে সারলেন অভিনেত্রী? পাত্র কে? জানতে চাইছেন দর্শক।
তবে সত্যি জানা গেল সোশ্যাল মিডিয়া থেকেই। এ বিয়ে আসলে রিয়লে নয়, 'রিলে'। সান বাংলার 'দ্বিতীয় বসন্ত'-র ধারাবাহিকের দৃশ্যের জন্য বিয়ে করেছেন অভিনেত্রী। এই ধারাবাহিকের মূখ্য চরিত্রে রাজদীপ গুপ্ত ও সোহিনী গুহ রায়। প্রসঙ্গত, অভিনেতা গৌরব মন্ডল সঙ্গে বহুদিন সম্পর্কে থাকার পর ২০২২ সালে বিচ্ছেদ হয়েছে তাদের। গৌরব বাগদান সেরে ফেলেছেন তার বিদেশি প্রেমিকার সাথে। এবার জেসমিনের বিয়ের খবর শোনার জন্য মুখিয়ে আছেন দর্শক।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment