Salman Khan: ভিড়ের মাঝে হঠাৎ জড়িয়ে ধরে চুমু! ভিডিয়োতে ভাইরাল বলিউড ভাইজানের কান্ড


দীপাবলিতে মুক্তি পেয়েছে টাইগার থ্রি(TIGER 3) আর  IFFI 2023 তে নিজের জায়গা করে নিতে সফল সিনেমাটি। গোয়া গিয়েই চুমু কাণ্ডে নাম জোড়ালেন সলমন খান।

Tania Roy Chowdhury: ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI-2023) যোগ দিতে গোয়া পৌঁছেছেন সলমন খান। তাঁর অভিনীত "টাইগার থ্রি"(TIGER 3) দর্শক দের নজরে যেমন এসেছে তেমন IFFI -2023 এ নিজের জায়গা করে নিয়েছে। তার পাশাপাশি সলমন (Salman Khan) তাঁর ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রীর (Alizeh Agnihotri) প্রথম ছবির প্রিমিয়ারে এসেছিলেন আর সেখানেই ভিড়ের মধ্যে একজন মহিলার কাছে যান এবং তার গালে চুমু খান ভাইজান। সেখান থেকে শুরু হয় চর্চা। সেই ভিডিও ভাইরাল হতেই শুরু জোর আলোচনা। 

 
IFFI -তে সলমন খানকে দেখে অনুষ্ঠানে বিপুল ভিড় জমে যায়। সলমেনর ভাগ্নির বলিউড অভিষেক হচ্ছে ‘ফররে’ ছবিতে।IFFI 2023 এর মঞ্চ আগে ছবিটির প্রিমিয়ার করার জন্য বেছে নেওয়া হয়েছিল। সেই ছবির স্পেশ্যাল স্ক্রিনিং-এ হাজির তাঁর মামা সলমন৷ সেখান তাকে দেখতে যে ভিড় জমেছিল তার মাঝে এক।মহিলার দিকে এগিয়ে গিয়ে হেসে তার গালে চুমু খান অভিনেতা। সুপার স্টার এর এমন কান্ড দেখে সকলে অবাক হন আর শুরু হয় ক্যামেরার ঝলকানি! ব্যস ভাইরাল ছবি ও ভিডিও৷ এর পাশাপাশি প্রশ্ন শুরু হয় সেই মহিলাকে ঘিরে! "কে তিনি?সালমানের সাথে সম্পর্ক কেমন?" ইত্যাদি। পরবর্তীতে জানা যায় সলমন খান যে মহিলাকে চুম্বন করেন তিনি একজন সিনিয়র সাংবাদিক এবং অভিনেতার ভাল বন্ধু।


'ফররে’ ছবিতে আলিজেহ অগ্নিহোত্রীর পাশাপাশি
গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রসন্ন বিষ্ট, সাহিল মেহতা এবং জেন শও। Farre পরিচালনা করেছেন সৌমেন্দ্র পাধি, যিনি IFFI 2023-এও অংশগ্রহণ করেছিলেন। এবার  দেখার পালা যে সিনেমটি দর্শক মনে কতটা প্রভাব ফেলতে পারে।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ