Madhumita Sarcar: "ভুলিতে নাহি পারি..." বিনোদিনী সাজে মোহময়ী মধুমিতা মনে করালেন...
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: ইদানিং টলিউডের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। পরপর নানান প্রজেক্টে কাজ চলছে তাঁর। শত ব্যস্ততার মাঝেও অনুরাগীদের চমক দিতে ভোলেন না অভিনেত্রী। ভিন্ন সাজে দর্শক মাঝে উপস্থিতি নজরে পড়ে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সাদা শাড়ি, খোলা চুল গলায় মালা। ঠিক যেন 'চোখের বালির' বিনোদিনী। তাঁকে এক ঝলক দেখলে মনে পড়বে চোখের বালির ঐশ্বর্য রাই বচ্চনের কথা। শান্ত নিরিবিলি বারান্দায় অভিনেত্রীর এই স্নিগ্ধ রূপে মন পুড়েছে বহু অনুরাগীর। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন 'ভুলিতে নাহি পারি'। অনুরাগীদের কথায় ছবির সঙ্গে মানানসই হয়েছে ক্যাপশন।
কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে তাঁর 'জাতিস্মর'। পরবর্তী ছবি 'চিনি 2' নিয়েও ব্যস্ততা তুঙ্গে। তার মাঝেই ভিন্ন রূপে অভিনেত্রীকে দেখে চোখ আটকেছে অনুরাগীদের।
Comments
Post a Comment