Bojhena Se Bojhena: পর্দায় ফিরছে 'বোঝেনা সে বোঝেনা'! কবে থেকে দেখতে পাবেন পাখি-অরণ্যের কেমিস্ট্রি?


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: টলিপাড়ার একের পর এক সিরিয়াল বন্ধের মুখে। শেষ হয়েছে ধারাবাহিক 'মিঠাই', ও 'মেয়েবেলা'। আরও বেশ কিছু ধারাবাহিকে শুরু হয়েছে কাউন্ট ডাউন। এই অবস্থায় ছোট পর্দার অন্যতম হিট 'বোঝেনা সে বোঝেনার' ফেরার খবরে অক্সিজেন পেয়েছেন অনুরাগীরা। টিভিতে 'পাখি-অরণ্যের' কেমিস্ট্রি ফের শুরু হচ্ছে নতুন করে। 


প্রায় বছর দশ আগে ২০১৩ সালে স্টার জলসায় শুরু হয়েছিল 'বোঝেনা সে বোঝেনা'। অরণ্য সিংহ রায় ও পাখি ঘোষ দস্তিদারের নাছোড়বান্দা প্রেম অল্পদিনেই জায়গা করে নেয় দর্শকদের মনে। যশ (Yash Dasgupta) ও মধুমিতার (Madhumita Sarcar) -এর অভিনয় করা এই ধারাবাহিক রাতারাতি 'হিট ধারাবাহিকে' পরিণত হয়। বর্তমানে তাঁরা দুজনেই নিজেদের কেরিয়ারে যথেষ্ট সফল। তবে তাঁদের সফলতার কিয়দংশ যে 'BSB' (বোঝেনা সে বোঝেনা)
-এর প্রাপ্ত, তা স্বীকার করাই যায়।



জানা যাচ্ছে, স্টার জলসায় পুনঃসম্প্রচার হতে চলেছে 'বোঝেনা সে বোঝেনা'। আর আধ ঘন্টা নয় বরং এক ঘন্টা করে দেখানো হবে ধারাবাহিকটি। আগামী ৩রা জুলাই থেকে সোম থেকে রবি প্রতিদিন রাত এগারোটা থেকে দেখতে পাবেন ধারাবাহিক। দর্শকদের অনুরোধে পর্দা মাতাতে আসছে পাখি-অরণ্য জুটি।



বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।





Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ