Jeetu-Nabanita: জিতু-নবনীতার সম্পর্কে বিচ্ছেদ! সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: কর্মসূত্রে আলাপ তাঁদের। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। পাঁচ বছর আগে ধুমধাম করে বিয়ে করেন দুজন। অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) ও অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। তবে এবার তাঁদের সম্পর্ক বিচ্ছেদের মুখে। আলাদা থাকতে চলেছেন জিতু-নবনীতা। এদিন সোশ্যাল মিডিয়ায় এই বার্তাই সকলের সামনে প্রকাশ করলেন অভিনেত্রী।
কিছুদিন আগেই লন্ডন থেকে ঘুরে আসেন দুজন।
তাঁদের দেখে আদৌ সম্পর্ক ইতির আঁচ পাননি দর্শকরা। অভিনেত্রী জানান, যেহেতু লন্ডন সফর অভিনেত্রীর প্রথম বিদেশ ভ্রমণ ছিল, তাই টিকিট ক্যানসেলের কথা ভাবেননি তাঁরা। হাসিমুখেই লন্ডনের মাটিতে ঘোরাঘুরি সারেন জুটি। অভিনেত্রী জানান, অনেকদিন ধরেই তাঁদের কথার মিল হচ্ছিল না। তাছাড়া সম্পর্কের টানাপোড়েনে সমস্যা হচ্ছিল বেশ কিছু। তাই বিগত তিন মাস আলাদা ছিলেন দুজন।
তবে এবার নিজেদের সিদ্ধান্তের কথা সর্বসমক্ষে জানিয়ে দিলেন অভিনেত্রী। বিচ্ছেদের আইনি প্রক্রিয়া এগিয়েছে অনেকটাই। তবে ডিভোর্সের শংসাপত্র এখনও আসেনি। অভিনেত্রী চান, সম্পর্কের ইতিটা ভালোভাবেই হোক। অন্তত দেখা হলে যেন হেসে কথাবার্তাটুকু হয়।
আরও পড়ুন: Darshana Banik: টলিউড অভিনেত্রী দর্শনাকে কুপ্রস্তাব পরিচালকের! ঘটনা প্রকাশ্যে আসতেই উঠল নিন্দার ঝড়
প্রসঙ্গত, বর্তমানে একের পর সিনেমার কাজে ব্যস্ত জিতু কমল। কিছুদিনের মধ্যেই শ্রাবন্তীর সঙ্গে লন্ডনে শুরু হবে তাঁর পরবর্তী ছবি 'আমি আমার মতো'-এর শ্যুটিং। অন্যদিকে 'বিয়ের ফুল' নামক ধারাবাহিকের কাজে ব্যস্ত নবনীতা। আপাতত সব ভুলে কাজে মন দিতে চান দুজনেই।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment