Raima Sen: ফাঁকা প্ল্যাটফর্মে হঠাৎ একাকী রাইমা! হাসিতে, ইঙ্গিতে শোনালেন অজানা গল্প...
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: অভিনেত্রী রাইমা সেনের (Raima Sen) রূপে কাত হন দর্শকেরা। তাঁর চোখের তারায় রয়েছে মায়া। আর রূপে রয়েছে স্নিগ্ধতা। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন তিনি। মাঝেমধ্যেই পোস্ট করতে থাকেন ছোটবেলার ছবি, নানান সময়ের ছবি। সেই সকল ছবির মায়ায় আটকা পড়ে নজর আটকায় অনুরাগীদের।
এর মধ্যে নিজের সোশ্যাল মিডিয়া সাইটে বেশ কিছু ছবি পোস্ট করেছেন রাইমা সেন। যেখানে তাঁর পরনে লাল শাড়ি, খোলা চুল সঙ্গে হালকা সাজ। ফাঁকা প্ল্যাটফর্মে একাকী রাইমা যেন কারোর জন্য অপেক্ষারত। কখনও চোখ নামিয়ে হাসছেন তো কখনও ঘুরে তাকাচ্ছেন। ঠোঁটের কোণায় জড়িয়ে আলগা হাসি। কখনও উদাসীন দৃষ্টিতে দূরে চেয়ে রয়েছেন তো কখনও হাসিতে ফুটিয়ে তুলছেন চুপকথা। রাইমার পোস্ট করা ছবি দেখে কার্যত চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই টিভি নাইন বাংলার 'ঘরের বায়োস্কোপ' অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এডিটরস চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী। অ্যাওয়ার্ড হাতে প্রাণোচ্ছল ছবিও পোস্ট করেছেন তিনি।
Comments
Post a Comment