Sandipta Sen: 'মিথ্যে' রটেছে সন্দীপ্তাকে নিয়ে! অভিনেত্রীর বললেন 'না করছি না'...
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ চর্চা চলে অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে। সেলিব্রেটিদের দৈনন্দিন জীবন ও পরবর্তী কাজ নিয়ে আলোচনা হয় বিস্তর। কখনও যা রটে তার কিছুটা বটে, আবার, কখনও যা রটে তার অনেকটাই ঘটে না।
কিছুদিন ধরেই অভিনেত্রী সন্দীপ্তা সেনকে (Sandipta Sen) নিয়ে একটি 'গসিপ' ঘুরে বেড়াচ্ছে। তিনি নাকি অভিনেতা কৌশিক রায়ের সঙ্গে জুটি বাঁধছেন। 'বালিঝড়ের' ইতি ঘটিয়ে সন্দীপ্তার সঙ্গে নতুন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন কৌশিক। এমনকি এও শোনা যাচ্ছে, ধারাবাহিকের লুক, প্রোমো শ্যুট সব কমপ্লিট। এদিকে, অভিনেত্রী সন্দীপ্তা সেনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর উত্তর সম্পূর্ণ ভিন্ন! তিনি জানালেন, সেই ধারাবাহিকের অফারও তাঁর কাছে আসেনি। আর তিনি ধারাবাহিকটি করছেনও না! তিনি নিজেও জানেন না কেন মিথ্যে রটছে তাঁর নামে।
পাশাপাশি, অভিনেত্রী সন্দীপ্তা সেন জানিয়েছেন, আপাতত তিনি ওটিটিতেই থাকছেন। ধারাবাহিকে এখনই ফিরছেন না। অতএব আগামী দিনে ওটিটি পর্দার বেশ কিছু কাজে দেখা যেতে পারে তাঁকে। প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে সন্দীপ্তার 'নষ্টনীড়'। তার আগে 'দি একেন: রুদ্ধশ্বাস রাজস্থানেও' দেখা গিয়েছিল তাঁকে। দুটি কাজের সাফল্যে আপাতত বেশ খুশি রয়েছেন অভিনেত্রী।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment