Srijit-Swastika: X=প্রেম চাঙ্গা? সৃজিতের কাছে স্বস্তিকার আবদার "আমারও একটা চাই..."


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: টলি ইন্ডাস্ট্রিতে সৃজিত মুখার্জী (Srijit Mukherji)ও স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee) প্রেম কারোর অজানা নয়। প্রেম ভাঙলেও বন্ধুত্ব এখনও তরতাজা তাঁদের। সৃজিতের ছবিতে (Shahjahan Recency) অভিনয়ও করেছেন স্বস্তিকা। তবে সেসব অধ্যায় পেরিয়ে সম্প্রতি আরও একবার নতুন করে শিরোনামে এলেন সৃজিত-স্বস্তিকা জুটি।


ইদানিং 'ব্যোমকেশ' চর্চায় ভুগছে টলিউড। একদিকে যেমন অগাস্টে প্রেক্ষাগৃহ মাতাতে আসছে বিরসা দাশগুপ্তের পরিচালনায় 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' যেখানে ব্যোমকেশের ভূমিকায় দেব, অন্যদিকে একই গল্প ওটিটিতে আনছেন সৃজিত মুখোপাধ্যায়। সেখানে ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করবেন অনির্বাণ। এর মধ্যে সম্প্রতি যশ-নুসরতের প্রোডাকশন হাউজের লঞ্চে উপস্থিত ছিলেন দুই পরিচালক সৃজিত ও বীরসা। সেখান থেকেই ছবি পোস্ট করে তাঁরা লেখেন, 'দ্য দুর্গ বয়েজ'। 



ছবিটি স্যোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সৃজিত। যেখানে তাঁর পরনে ছিল একটি সাদা কালো পাঞ্জাবি যেখানে আঁকা সুকুমার রায়ের আবোল-তাবোল ছড়ার নকশা। ছবিটি দেখার পর সৃজিতের নিকট স্বস্তিকার আবদার, "এটা কী আবোল-তাবোল জামা? যদি হয়, তাহলে আমারও একটা চাই।" সৃজিতের ছবিতে স্বস্তিকার কমেন্টের মধ্যে দিয়েই ফের তাঁদের মিষ্টি বন্ধুত্বের আভাস মিলল।



বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।




Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ