Anirban Chakraborti: পরিস্থিতির 'ডুগডুগিতে' কাহিল অনির্বাণ! বললেন, "আপনারাও ঘেঁটে ফেলবেন না..."


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: অনির্বাণ চক্রবর্তীকে (Anirban Chakraborti) সবাই 'একেন' (Eken) বলেই এক ডাকে চেনে। জনপ্রিয় এই অভিনেতা এখন একেনবাবুর পরিচয়েই জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। এর আগে ফেলুদার 'জটায়ুর' ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া অন্যান্য চরিত্রেও যথেষ্ট পারদর্শী তিনি। তবে এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। 'একেনের' খোলোস ছেড়ে 'অবনীশের' গল্প শোনাবেন তিনি।



অবনীশের মধ্যবিত্ত জীবন কিভাবে পরিস্থিতির প্যাঁচে 'ডুগডুগি' নাচনে পড়ে তারপর কিভাবে অন্যদিকে মোড় নেয়, তারই গল্প দেখানো হবে 'হইচই' তে। উল্লাস মল্লিকের 'ডুগডুগি' গল্প অবলম্বনে তৈরি হচ্ছে সিরিজটি। পরিচালনায় 'একেন' কারিগর জয়দীপ ভট্টাচার্য। আর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন 'একেনবাবু' অনির্বাণ চক্রবর্তী। এদিন মুক্তি পেল টিজার। 



টিজারের শুরু থেকেই দেখা যাচ্ছে মধ্যবিত্ত জাঁতাকলে বিদ্ধ 'অবনীশ' কিভাবে বাড়ি, অফিস, ব্যক্তিগত জীবনের সমস্যায় ভুগছেন। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারাও আমার মতো জীবনটাকে ঘেঁটে ফেলবেন না।" তবে টিজারেই জানা গেল, অবনীশের ঘেঁটে ফেলা জীবন বদলে যাবে কোনোও এক মোড়ে। কিন্তু সেটা কিভাবে? জানতে হলে দেখতে হবে 'ডুগডুগি'। আগামী ২৮ জুলাই হইচইয়ের (Hoichoi) পর্দায় মুক্তি পাবে সিরিজটি।



বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।





Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ