Jeetu-Shrabanti: জিতুর প্রশংসায় পঞ্চমুখ শ্রাবন্তী! "পুরো হিরো মেটিরিয়াল...." বললেন অভিনেত্রী
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি 'আমি আমার মতো' তে জুটিতে অভিনয় করছেন তাঁরা। শ্যুটিং চলছে লন্ডনে। এদিকে, স্ত্রী নবনীতা দাসের (Nabanita Das) সঙ্গে বিচ্ছেদ জল্পনায় বিদ্ধ অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় প্রায় নিত্যদিন চর্চা চলছে তাঁদের নিয়ে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জিতু কমল তাঁর সহ অভিনেত্রী শ্রাবন্তীর প্রশংসা করেন।
আর এবার সেই প্রশংসা ফিরিয়ে দিলেন অভিনেত্রী নিজেও। অতীতে জিতুর সঙ্গে কাজ করার স্মৃতি চারণ করে শ্রাবন্তী বলেন, "তখন ও সিরিয়ালে কাজ করত। আমরা একসঙ্গে মহালয়া করেছিলাম।সেখানে ও শিবের চরিত্রে অভিনয় করে। ওকে অত্যন্ত প্রমিসিং লাগে। ওর অভিব্যক্তি আর অভিনয়ও ভালো লাগে।" এরপর শ্রাবন্তী জিতুর সম্পর্কে বলেন, "ওর হাইটটাও ভালো, যাকে বলে পুরো হিরো মেটিরিয়াল।"
জিতু-নবনীতার বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তে নাম জড়িয়েছে অভিনেত্রী শ্রাবন্তীর। নেটিজেনদের মত,
তৃতীয় ব্যক্তি হিসেবে শ্রাবন্তীর আগমণের কারণেই
সম্পর্কে ফাটল ধরেছে তাঁদের। তবে, সমস্ত জল্পনা কল্পনাকে কার্যত উড়িয়ে দেয় 'জিতু ঘরণী'নবনীতার
ফেসবুক লাইভ। যেখানে স্পষ্ট করে নবনীতা জানান, তাঁর ও জিতুর সম্পর্ক ভাঙনের কারণ কোনো 'তৃতীয় ব্যক্তি' নন। বরং দুজনের নিজস্ব সিদ্ধান্ত এটা। পাশাপাশি নবনীতা এও বলেন, শ্রাবন্তীর সঙ্গে তাঁর যথেষ্ট ভালো সম্পর্ক। আর এই বিচ্ছেদ নিয়ে শ্রাবন্তীর নামে যেভাবে কাদা ছোঁড়া ছুঁড়ি চলছে, তা একেবারেই বরদাস্ত করবেন না তিনি। অর্থাৎ তাঁদের বিচ্ছেদে যে শ্রাবন্তীর ভূমিকা নেই সেটাই স্পষ্ট করেন নবনীতা।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment