Shruti Das Marriage: "রাঙা বউ আমাকে সত্যি বউ বানিয়ে দেবে সেটা ভাবিনি"- হঠাৎ কেন একথা বললেন শ্রুতি?


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: সদ্য চুপিসারে বিয়ে সেরেছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swornendu Samaddar)। একজন 'রাঙা বউ' ধারাবাহিকের অভিনেত্রী আর অন্যজন পরিচালক। টলিপাড়ার বেশ চর্চিত যুগল ছিলেন তাঁরা। মাঝে মধ্যেই ছবি পোস্ট করতেন সোশ্যালে। তবে বিয়ের কথা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। রবিবার মধ্য রাতে তাই সিঁদুরে রাঙা 'রাঙা বউ' কে দেখে চমকে যান অনুরাগীরা। গত ৯ জুলাই রবিবার একান্ত ঘনিষ্ঠবৃত্তে আইনি ও আনুষ্ঠানিক বিবাহ সারেন যুগল। পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁদের গাঁটছড়া বাঁধার ছবি। 

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে
অভিনেত্রী শ্রুতি বলেন, "রাঙা বউ যে আমাকে সত্যি বউ বানিয়ে দেবে সেটা ভাবিনি।" জাঁকজমক করে বিয়ে করেননি তাঁরা বরং আড়ালে বিয়ে সারার প্রসঙ্গে শ্রুতি বলেন, "আমরা দুজনেই কর্ম ব্যস্ততার মধ্যে বিয়ে করতে চেয়েছি। আর আমার মনে হয়না পার্টি দেওয়াতে বা খাওয়ানোতে বিয়েতে আশীর্বাদ পাওয়া যায়।" তবে সময়ের অভাবের কারণেই সবাইকে ডাকতে পারেননি বলে জানান অভিনেত্রী। 


এরপর শ্রুতি বলেন, "বিয়ের আগের থেকেই আমরা
দুজন সংসারী ছিলাম। এবার শুধু বিবাহিত স্ট্যাম্প
পড়ল শুধু।" পর্দার 'রাঙা বউ' এখন স্বর্ণেন্দু ঘরণী। 
শ্রুতি জানান, তাঁর কালরাত্রি কিংবা বৌভাতের অনুষ্ঠান হয়নি। শাঁখা-পলার সঙ্গে ক্যাজুয়াল পরেই রয়েছেন তিনি। বিয়ের পর দুজনে নিজের বাড়িতে আছেন। সময়মতো চলছে শ্যুটিং। বিয়ের পর 'রাঙা বউয়ের' শ্যুটিং ফ্লোরে ফিরে কেক কেটে সেলিব্রেশনে মাতলেন শ্রুতি-স্বর্ণেন্দু-সহ টিমের কলাকুশলীরা। কেক কেটে স্ত্রী কে মিষ্টি মুখ করালেন স্বর্ণেন্দু। তারপর এক ফ্রেমে বন্দী হল টিম 'রাঙা বউ'।


বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।



Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ