Shruti Das: বিয়েতে 'অফ হোয়াইট' শাড়ি ও 'রূপোর' গয়না বেছে সমাজকে মোক্ষম জবাব দিলেন শ্রুতি!


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar)। 'ত্রিনয়নী' থেকে শুরু হওয়া প্রেম গাঁথা এগোয় 'রাঙা বউ'-তেও। চলতি ধারাবাহিকের কাজের মাঝেই স্বর্ণেন্দুর সিঁদুরে রঙিন হয়ে উঠলেন শ্রুতি। নবদম্পতিকে নিয়ে উন্মাদনা চলছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণত বিয়েতে লাল বেনারসি পছন্দ করেন অধিকাংশ বাঙালি। তাহলে হঠাৎ 'অফ হোয়াইট' শাড়ি কেন বাছলেন শ্রুতি? জানা যাচ্ছে এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ।


বিয়েতে ছক ভাঙা সাজ ছিল নববধূ শ্রুতির। সেই সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে 'অফ হোয়াইট' সাবেকী পাঞ্জাবি পরেন স্বর্ণেন্দু। গায়ে সোনার গয়নার পরিবর্তে রূপোর গয়না পরেন শ্রুতি। টায়রা, টিকলি, হার সর্বত্র ছিল রুপোর ছোঁয়া। সেটিও এক বিশেষ বার্তা দিতেই বেছে নিয়েছেন অভিনেত্রী। সাধারণত, বিয়েতে সোনার গয়না দিতে না পারায় বিয়ে ভেঙে যায় অনেকের। তারই প্রতিবাদ জানাতে রূপোর গয়নায় নিজেকে সাজিয়ে তোলেন শ্রুতি। নিজের সাজের মধ্যে দিয়ে সমাজকে দিলেন বিশেষ বার্তা। 


জানা যায়, একসময় গায়ের রঙ নিয়ে অনেক কটাক্ষ শুনতে হয় 'ত্রিনয়নী' শ্রুতিকে। এমনকি অভিনয় জগতে আসার পরেও চলতে থাকে সমালোচনা। অভিনয়ে সকলের মন জয় করলেও এহেন কটাক্ষ ভুলতে পারেননি শ্রুতি। এমনকি সাদা রঙ যে শ্যামলা বর্ণের মেয়েদের মানায় না, সে কথাও শুনতে হয়েছিল তাঁকে। সেদিন চুপ থাকলেও পরবর্তীতে নিজের কাজ দিয়ে তিনি প্রমাণ করে দেন, গায়ের রঙ দিয়ে মানুষকে বিচার অনুচিত। তাঁর মতে, তিনি প্রমাণ করলেও এখনও বহু মেয়ে গায়ের রঙের জন্য  কটাক্ষের শিকার হয়ে চলছেন। তাই বিয়েতে 'অফ হোয়াইট' শাড়ি বেছে সমাজকে সপাট জবাব দিলেন তিনি। তাঁর এহেন ভাবনার প্রশংসা করছেন সকলে।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।


Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ