Anik Dutta: স্মৃতি-বিস্মৃতির আধার কলকাতাই ঘটছে যত কান্ড! একঝাঁক চমক নিয়ে হাজির 'অপরাজিত' পরিচালক


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: ফেলুদার 'যত কান্ড কাঠমান্ডুতে' গল্পটি প্রায় সবারই পড়া। মগনলাল মেঘরাজ ও প্রদোষ চন্দ্র মিত্রর নেপাল-দ্বৈরথ নিয়ে সিনেমাও হয়েছে এর আগে। কিন্তু এবার আর কাঠমান্ডু নয়। খাস কলকাতায় ঘটবে যত কান্ড। অনীক দত্তের (Anik Dutta)  পরিচালনায় আসছে পরবর্তী ছবি 'যত কান্ড কলকাতাতেই'। এই ছবির মূখ্য ভূমিকায় থাকছেন আবির চ্যাটার্জি (Abir Chatterjee)। 


সম্প্রতি প্রকাশিত ছবির পোস্টারে দেখা যাচ্ছে আবির চ্যাটার্জি ও তাঁর সহ-অভিনেত্রী উপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। মনে হচ্ছে কোনো একটি বিষয় নিয়ে আলোচনাও করছেন তাঁরা। আশেপাশে ছড়িয়ে রয়েছে ব্যস্ত কলকাতার টুকরো নিদর্শন। যেখানে ছড়িয়ে থাকা রহস্যের জট খুলবে অনীক দত্তের ছবি। 


ছবির গল্প ও পরিচালনা দুইয়ের দায়িত্বে রয়েছেন অপরাজিত পরিচালক অনীক দত্ত। চলতি বছরের পরিবর্তে আগামী বছরে মুক্তি পাবে ছবিটি। নতুন এই ছবি নিয়ে অত্যন্ত আশাবাদী পরিচালক অনীক দত্ত ও অভিনেতা আবির চ্যাটার্জী।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।


Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ