Abir-Mimi: মিমির বিষয়ে 'জটিল' মন্তব্য করলেন আবির! 'রক্তবীজের' শ্যুটিংয়ে কী এমন হল?


তানিয়া রায় চৌধুরী: টলিপাড়ার তারকা আবিরের মুখে এক বেফাঁস মন্তব্য শোনা গেল মিমি চক্রবর্তীকে নিয়ে। "ওকে হজম করা সহজ নয়" এমনি মন্তব্য প্রকাশ করেছেন লিড অভিনেতা আবির চট্টোপাধ্যায় 'রক্তবীজ'(roktbij) সিনেমা শুটিং-এর পরপরই।

আরও পড়ুন: Raktabeej: মোশন পোস্টার জুড়ে বিস্ফোরণের স্মৃতি! পুজোয় আসছে আবির-মিমির 'রক্তবীজ'

অতীতের পরিচিত ব্যোমকেশ এর বাইরে বেরিয়ে এবার একজন আইপিএস অফিসার এর রূপে ধরা দেবেন আবির। সঙ্গে থাকছে সাহসী প্রাণোচ্ছল সকলের প্রিয় মিমি। প্রথমবার এই জুটি আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ’ এর হাত ধরে। নতুন নতুন জুটি যেমন মানুষ ভালোবাসে ঠিক তেমন আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীরাও নতুন জুটি তে কাজ করে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে, ঠিক যেমন আবির করেছেন মিমি কে নিয়ে। এরই মধ্যে আবিরের বক্তব্য "মিমি কে হজম করা কঠিন" । আসলে তিনি মিমির কাজের প্রতি নিষ্ঠা,দায়িত্বশীলতা কে তুলে ধরার চেষ্টা করেছেন মজার ছলে সঙ্গে আবার খাবারের নাম দিয়ে তুলনা করতে ভুলে যান নি। আবিরের কথায় "মিমি ঠিক বাঙালির জনপ্রিয় কম্ব খাবার পোলাও খাসির মাংসের মতো। খেতে ভালো আবার হজম না হলে গন্ডগোল"। শুধু মুখ্য চরিত্র নয়, কমবেশি সমস্ত অভিনেতা অভিনেত্রীদের খাবার এর সাথে তুলনা করে তাদের কাজের এবং চরিত্রের বৈশিষ্ট্য দিয়েছেন আবির।

আরও পড়ুন: Trina-Koushik: পাশাপাশি দাঁড়িয়ে সুখবর দিল তৃণা-কৌশিক! 'খড়কুটো ২' আসছে নাকি...

টলিউডের অন্যতম বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে 'রক্তবীজ' সিনেমাতে একটি মুখ্য চরিত্রে অভিনয় করতে। আবির এবং ভিক্টর দুজনেই আবার এই তুলনা প্রসঙ্গে একে অপরকে বলেছেন 'চিকেন রেজালা' আর 'দার্জিলিং চা'। মন্তব্য এবং তুলনা যাই হোক নতুন জুটিকে নিয়ে সবাই খুবই আশাবাদী। তাই তাদের এই বক্তব্য গুলো থেকেই স্পস্ট যে তারা কতটা খুশি হয়ে একসাথে কাজ করছেন। নতুন জুটির কেমিস্ট্রি নিয়েও তাঁরাও আশাবাদী বলে জানিয়েছেন।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ