Karan johar: সত্যিই কি 'টুকে' বানিয়েছেন 'রকি আউর রানি কি প্রেম কাহিনী'? সর্বসমক্ষে স্বীকার করলেন করণ...


রকি অউর রানী নিয়ে শুরু হওয়া চর্চার সত্যি সামনে আনলেন পরিচালক নিজে! 

তানিয়া রায় চৌধুরী: অনেকদিন পর "রকি অউর রানী" নিয়ে ফিরছেন নামজাদা পরিচালক করণ জোহর। কিন্ত এত দিন পর তার কাজের ট্রেলার সামনে আসতেই শুরু হয় নানারকম মন্তব্য। সবার মনে প্রশ্ন ওঠে সত্যি কি এটা পুরোটা পরিচালক এর নিজস্ব একটা ধারা! শেষ পর্যন্ত সেই জল্পনার ইতি টানলেন করন নিজেই। 

আরও পড়ুন: Naseeruddin Shah: দক্ষিণী ছবি 'পুষ্পা' ও 'আরআরআর' বসে দেখার মতো নয়! বিস্ফোরক মন্তব্য নাসিরউদ্দিন শাহর


সম্প্রতি একটি জনপ্রিয় সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমকে দেওয়া ইন্টারভিউতে করণ জানালেন, সঞ্জয় লীলা বনশালি এবং যশ চোপড়ার থেকে ছবির অংশ ‘কপি’ করেছেন। বলিউড ইন্ডাস্ট্রির দুই বিখ্যাত পরিচালক এর থেকে নকল করেছেন করন জোহর সেটা নিজের মুখে স্বীকার করেছেন তিনি। 

আরও পড়ুন: Jawan: এখন ঘরে বসেই দেখা যাচ্ছে কম বাজেটের জওয়ান! নিমেষে ভাইরাল লিংক! অবাক শাহরুখ


এমন খবর সামনে আস্তে অনেকের মনে এখন বলিউড ইন্ডাস্ট্রি নিয়েও সংশয় আসছে যে, তাহলে এবার কি বলিউড ইন্ডাস্ট্রি ও ধীরে ধীরে নিজেদের গ্ল্যামার হারিয়ে ফেলছে,। এখন শুধু সময়ের অপেক্ষা বাকি পরিচালকরা নিজেদের কাজ কি ভাবে তুলে ধরেন। নিজেদের সম্পুর্ন মস্তিষ্কের সঠিক ব্যাবহার তাঁরাও করেন কি না?

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ