Nabanita Das: "এ বছরের সিদুরখেলাটা..." পুজোর আগে আবেগপ্রবণ নবনীতা...
Sompupa Ash: এবছর একসঙ্গে অঞ্জলি দিতে না পারায় আফসোস নবনীতার। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গৎসব। প্রতিটি মানুষ চায় বছরের চারটে দিন তাদের প্রিয় এবং কাছের মানুষদের সাথে সময় কাটাতে । এমন সময় দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী নবনীতা দাস। সাম্প্রতি শোনা গেছে নবনীতা দাস ও জীতু কমলের বিবাহ বিচ্ছেদের খবর। যদিও এখনও বিচ্ছেদের শংসাপত্র পাননি দম্পতি , আলাদাই থাকছেন তারা।
এই মুহূর্তে নায়িকা ব্যস্ত তার নতুন ধারাবাহিক "বিয়ের ফুল " এর শুটিং নিয়ে। সিরিয়াল শুরু হওয়ার থেকেই পারিবারিক জীবনে ঝড়ের মুখোমুখি হতে হয় নবনীতাকে। অন্য দিকে নায়ক ব্যস্ত তার নতুন ছবির শুটিং আর বিভিন্ন রিল ভিডিওর শুটিং নিয়ে। ২০২৩ এ অনেক পরিবর্তন হয়েছে দুজনের জীবন।
আনন্দবাজারকে নবনীতা জানিয়েছেন " এ বছরের দুর্গা পুজো তো অবশ্যই আগের বছরগুলোর চেয়ে অন্য রকম। প্রতি বছর সিঁদুর খেলতাম। একসঙ্গে অঞ্জলি দিতাম। এ বছর আর সে সব হবে না। আসলে আগে বন্ধুবান্ধবদের বাড়ি চলে যেতাম। অনেকেই রয়েছেন যারা আমার আর জীতুর দুজনেরই বন্ধু। সুতরাং সেখানে যাওয়াটা একটু অস্বস্তিকর। "
তিনি আরও বলেন " এ বছর ঘুরতে চলে যাওয়ার পরিকল্পনা ছিল। ভেবেছিলাম ৬ মাসের জন্য যখন ভিসা আছে তাহলে আর একবার লন্ডন যাব। কিন্ত মনে হচ্ছে এক সপ্তাহের বেশি ছুটি পাব না। তাই হয়তো বিদেশে যাওয়া হবে না। তবে অষ্টমী থেকে যদি একটু ছুটি পাই দেশেই কোথাও একটা ঘুরে আসব"। জিতু নবনীতার বিবাহ বিচ্ছেদের সঠিক কারণ এখনও জানা না গেলেও গুঞ্জন শোনা যাচ্ছে যে তৃতীয় ব্যক্তির আগমনই নাকি বিচ্ছেদের কারণ।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment