Star Jalsha: সম্পুর্ণ অচেনা এক প্রেমের গল্পে অঙ্গনা- রোহন! স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'তুমি আশেপাশে থাকলে'...


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: একের পর এক নতুন ধারাবাহিক এনে চমকে দিচ্ছে স্টার জলসা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অপরাজিতা আঢ্য অভিনীত ধারাবাহিক 'জল থৈ থৈ ভালোবাসা'। আর এবার জলসার পর্দায় জুটি বাঁধলেন অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্য (Angana Roy-Rohaan Bhattacharya)।আসছে জলসার নতুন ধারাবাহিক 'তুমি আশেপাশে থাকলে' এদিন মুক্তি পেল ধারাবাহিকের টিজার।



ধারাবাহিকের প্রথম দর্শনেই মন কাড়ল অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্যের জুটি। টিজারে দেখা গেল ব্যাকগ্রাউন্ডে বাজছে 'তুমি কাছাকাছি থাকলে' গানটি। আর আধো আলো আধো অন্ধকারে চার হাত এক হচ্ছে ধারাবাহিকের নায়ক ও নায়িকা ওরফে অঙ্গনা রায় ও রোহন ভট্টাচার্যের। চ্যানেল কর্তৃপক্ষের কথায়, কখনো না দেখা এক প্রেমের গল্প শোনাবে 'তুমি কাছাকাছি থাকলে।'

যদিও ধারাবাহিক মুক্তির তারিখ এখনো জানা যায়নি। আশা করা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে ট্রেলার। আর তখনই জানা যাবে ঠিক কোন সময় দেখা যাবে অঙ্গনা-রোহনের কেমিস্ট্রি।


এদিন নতুন ধারাবাহিকের টিজার প্রকাশ পাওয়ার পর এখন দর্শক মহলে প্রশ্ন তবে শেষ হচ্ছে কোন ধারাবাহিক? চ্যানেল কর্তৃপক্ষের বক্তব্য, উত্তর মিলবে শীঘ্রই। প্রসঙ্গত, এতদিন বিভিন্ন সিরিজের পর্দায় অভিনয়ের পর এবার ধারাবাহিকের খাতায় নাম লেখালেন অঙ্গনা। হইচইয়ের 'ইন্দুবালা ভাতের হোটেল', 'সেই যে হলুদ পাখি', 'শ্রীকান্ত'-সহ একাধিক সিরিজে নজর কাড়েন অঙ্গনা। অন্যদিকে ওয়েব সিরিজ এবং ধারাবাহিকের পর্দায় চুটিয়ে কাজ করেছেন রোহন। আর এবার জুটি হিসেবে এবার রোহন ও অঙ্গনা কতটা মাতিয়ে রাখে তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।







Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ