Akshay Kumar: বড় পর্দায় আসছে ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের গল্প! 'স্কাই ফোর্সের' ঘোষণা করলেন অক্ষয় কুমার


কাল শুধু গান্ধী জয়ন্তীই ছিল না, এ দেশের আর এক কিংবদন্তী মানুষ, যাঁর অনুপ্রেরণায় ধ্বনিত হয়েছিল 'জয় জওয়ান, জয় কিষাণ' স্লোগান, সেই প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন ও ছিল এই ২ অক্টোবর। আর সেই দিন টিজার প্রকাশ পেল, ভারতের প্রথম এয়ার স্ট্রাইক নিয়ে নির্মিত ছবি 'স্কাই ফোর্সের'। এই ছবির ঘোষণার জন্য কেন এই দিনটিই বাছলেন অভিনেতা অক্ষয় কুমার? তার পেছনে রয়েছে এ দেশের ইতিহাস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর অনুপ্রেরণা। 


ষাটের দশকে ভারত-পাক যুদ্ধের সময় প্রথম এয়ার স্ট্রাইকের সূচনা হয় এ দেশের ইতিহাসে। এই সিদ্ধান্তের পিছনে অনেকটা অবদান ছিল লাল বাহাদুর শাস্ত্রীর। সেই গল্প ই তুলে ধরা হয়েছে ছবিতে। ছবিতে উঠে এসেছে দেশাত্মবোধক ভাবনাচিন্তা। তাই এই ছবির ঘোষণার জন্য এই দিনটিই বাছলেন অক্ষয় কুমার। 



'OMG 2' এর সাফল্যের পর আবার দেশপ্রেমের ভাবনা নিয়ে আসছে এই ছবি। এই ছবিতে ভারতীয় সেনার বীরত্বের কথা তুলে ধরা হবে।  তার ই কিছু ঝলক দেখা দিয়েছে টিজারে। সাথে রয়েছে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর অনুপ্রেরণামূলক বক্তব্য। ছবিতে বারবার উঠে এসেছে জয় হিন্দ ধ্বনি।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ