Bengali Serial: পুজোর পরেই শেষ হবে এই তিন জনপ্রিয় ধারাবাহিক! সিদ্ধান্ত জানালো চ্যানেল কর্তৃপক্ষ


Somrupa Ash: ঘরে ঘরে রমরমা বাংলা সিরিয়াল। বিকেল থেকে সন্ধে হতেই , সকলে বসে পড়েন টিভির সামনে। কিন্ত দুঃসংবাদ এলো দর্শকদের জন্য। একসঙ্গে তিনটি ধারাবাহিক বন্ধ হতে পারে , কারণ তারা টিআরপি তে জায়গা করে উঠতে পারে নি। তালিকায় রয়েছে গাঁটছড়া, খেলনা বাড়ি ও ইচ্ছে পুতুল। 


বর্তমানে গাঁটছড়া সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছে গৌরব চট্টোপাধ্যায় ও শ্রীপর্ণা রায়। জানা গেছে প্রথম খড়ি অর্থাৎ সোলাঙ্কির চলে যাওয়াটাই নাকি মূল কারণ টিআরপি কমার, যেখানে এই ধারাবাহিক প্রথম দিকে বেঙ্গল টপার হত। আরও এক জনপ্রিয় সিরিয়াল খেলনা বাড়ি। এই সিরিয়ালে ঘন ঘন সময় বদল মানুষের মনে জায়গা করতে পারেনি। মিতুলের অভিনয় মানুষের ভাল লাগলেও, ধারাবাহিকের গল্পে জোর নেই। 


অন্যদিকে ইচ্ছে পুতুল। অনেকেই ভেবেছিল এই ধারাবাহিক ইচ্ছে নদীর মত হবে, তাই প্রথম দিক থেকেই এর টিআরপি কম ছিল। এখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি সিজন ১০ আসায় এই ধারাবাহিক সপ্তাহে মাত্র চার দিন দেখানো হবে বলে শেষ করে দেবার উদ্দোগ নিচ্ছেন নির্মাতারা।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ