Debchandrima: "আমি প্রচন্ড ভাবে সম্পর্কে বিশ্বাস করি..." সত্যিই প্রেম করছেন? অকপটে স্বীকার করলেন দেবচন্দ্রিমা


Somrupa Ash: আকাশে শরতের মেঘ। পুজোর কেনাকাটা, প্যান্ডেল তৈরির তোড়জোড় চলছে । রাস্তায় ভির বাড়ছে। তবে এখনও ছুটি পায়নি টলিপাড়ার অভিনেতারা। এখন অন্যতম ব্যস্ত অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। 'সাহেবের চিঠি' র পর ধারাবাহিক থেকে বিরতি নিয়ে জোর কদমে কাজ করছেন ওয়েব সিরিজে। মুম্বইয়ে কাজ করার কথা চলার কারণে প্রাই যাওয়া আসা চলছে । পুজোর আগে ধকল যাচ্ছে বটে তবে এবারের পুজো বেশ অন্যরকম। অভিনেত্রী ঘুরতে ভালবাসেন তবে এবারে পুজোর চারটে দিন কলকাতায় থাকছেন তিনি। 

ঘুরতে যাবার পরিকল্পনা আছে তবে সেটা পুজোর পর। তার মানে কি পুজোর প্ল্যান তৈরি নায়িকার? দেবচন্দ্রিমা জানিয়েছেন "পুজোয় কলকাতায় থাকছি, এটাই সবচেয়ে বড় পরিকল্পনা। এবার প্রচুর ঘুরব । ঠাকুর দেখব। বন্ধুদের সঙ্গে আড্ডা  দেব। প্রতি বার বেড়াতে গিয়ে সিঁদুর খেলাটা মিস করি। এবার জমিয়ে সিঁদুর খেলব। দেবলীনাদির (দেবলীনা কুমার) পুজো 'ত্রিধারা'য় যাবো সিঁদুর খেলতে। " আর পুজোর শপিং কতদূর তার? দেবচন্দ্রিমা জানিয়েছেন " কেনাকাটা একদম শুরু করতে পারিনি।হাতে খানিকটা সময় আছে। করে ফেলব । তা ছাড়া , সারা বছরই এত কিছু কেনা হয়, যে আলাদা করে পুজোর জন্য কি কিনব , বুঝতে পারি না।"


পুজোয় প্যান্ডেল হপিং, পেট পুজো, আড্ডা সবই হবে আর একটু প্রেম হবে না ? এক মুখ হাসি নিয়ে উত্তর দিলেন " পুজোয় প্রেমের বিষয়টা ছোটবেলার। স্কুলে পড়তাম যখন, তখন এসব হত অনেক পুজোর সময়। বড় হবার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলিও বদলে যেতে থাকে সকলেরই। আমারও তাই হয়েছে। আমি প্রচন্ড ভাবে সম্পর্কে বিশ্বাস করি। কাউকে যদি ভাল লাগে প্রেম করি , সম্পর্কে যাই । অমন ভাল লাগা নিয়ে ঘুরে বেড়াতে আমি পারি না।"

সায়ন্ত মোদকের সঙ্গে বিচ্ছেদের পর এক অন্য অভিনেতার সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। অবশ্য প্রকাশ্যে কখনও স্বীকার করেনি সে। কিন্ত দেবচন্দ্রিমা কি সত্যিই প্রেম করছেন না? অভিনেত্রীর উত্তর " সত্যিই এটা কেউ বিশ্বাস করে না । আমি সত্যিই ইঙ্গিত।  কোন প্রেম করছি না। বরং সমস্ত মনোযোগ কাজে দেওয়ার চেষ্টা করছি।" 


তাহলে কি নতুন প্রেম খুঁজছেন দেবচন্দ্রিমা? তিনি বলেন " একেবারে খুঁজছি না এমন নয় । তবে বিষয়টা এখনও চিন্তা ভাবনার পর্যায় রয়েছে। কখনও কখনও মনে হয় , সম্পর্কে যাওয়া উচিত। কখনও মনে হয়, না , এই বেশ ভাল আছি ।"

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ