Desney+Hotstar: নেটফ্লিকসের পথেই হাঁটল ডিজনি হটস্টার! চিরতরে বন্ধ হল পাসওয়ার্ড শেয়ারিং


Somrupa Ash: ডিজনি হটস্টার এবার ফোলো করছে Netflix এর পথ । এক পাসওয়ার্ড একাধিক মানুষের ব্যাবহার করা থেকে বন্ধ করতে চলেছে এই ওটিটি প্ল্যাটফর্ম। কানাডায় প্রথম শুরু হয় এই প্রোগ্রাম। আগামী পয়লা নভেম্বর থেকে বন্ধ হবে এই চলতি প্রোজেক্ট। এখন থেকেই ব্যবহারকারীদের ইমেল পাঠিয়ে সজাগ রাখছে কোম্পানি। এনগ্যাজেটের খবরের মাধ্যমে জানা গেছে এবছর আগষ্ট মাসেই Disney র সিইও বব ইগার কোম্পানির আর্নিংস কলে ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করার ইঙ্গিত করেছেন। 



শুরুটা কানাডা থেকে হলেও, ডিজনি প্লাস হটস্টার বিশ্বের আরও অন্যান্য দেশেও এই পরিকল্পনা শুরু হবে। ডিজনি কানাডায় তার সাবস্ক্রাইবার এগরিমেন্ট আপগ্রেড করে। সেখানে উল্লেখ করা হয়েছে, " আপনার প্রাথমিক ডিভাইসের সঙ্গে সংযুক্তা ডিভাএই " ছাড়া অন্য কারও, অন্যত্র কোথাও পাসওয়ার্ড শেয়ার করা যাবেনা। চুক্তিতে আরও উল্লেখ করা হয়, Disney + একটি নতুন ফ্রি অপশন আনছে তার ব্যবহারকারী দের জন্য। এটা ব্যবহারকারীদের জন্য লাভবান,  অন্যান্য মানুষদের এবং তাদের ভিডাইসেও কানেক্ট করার অনুমতি দিতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে আলাদা করে টাকা দিতে হবে। 


পাসওয়ার্ড শেয়ারিংয়ের পরিকল্পনা Netflix এরও কিছুটা এরকম। ৪ মার্কিন ডলারের অতিরিক্ত চার্জিং প্রতি মাসের জন্য করার পরিকল্পনা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই এই প্ল্যান কার্যকর করেছে নেটফ্লিক্স। এদিকে Jio Cinema আগের বছরের ফুটবল বিশ্বকাপ থেকে এবছরের IPL ফ্রিতে দেখানো শুরু করেছে। এতে Disney + Hotstar এর দর্শক সংখ্যা কমেছে । যাদের ফেরাতে চান Disney +Hotstar। 


এশিয়া কাপ এবং ক্রিকেট বিশ্বকাপের দুটি বিগ টিকিট এভেন্টের লাইভ স্ট্রিমিং করার স্বত্ব পেয়েছে তারা। Disney +Hotstar এ লগইন করা প্রত্যেকে ভারতীয় সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে Asia cup 2023 । একই কান্ড হবে ICC Men's Cricket World Cup 2024। অতএব এই দুটি ইভেন্ট বিনামূল্যেই দেখতে পাবেন দর্শকরা। তাই ভারতে আপাতত এই ওটিটি প্ল্যাটফর্মের পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ হওয়ার সম্ভাবনা বড়ই ক্ষীণ।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।


Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ