Nusrat Jahan: বলিউডে পাড়ি জমাতে চলেছেন নুসরাত? জল্পনা কল্পনার রেশ কাটিয়ে মুখ খুললেন অভিনেত্রী...
Sangdipta Bhattacharya: চলতি বছরে নুসরত জাহানের কোনো ছবিই মুক্তি পায়নি। এবার পুজোয় মুক্তি পাবে-এমন বাংলা ছবির সংখ্যা অনেক হলেও কোথাও দেখা যায়নি টলিপাড়ার এই অভিনেত্রীকে।ক্রমশই অস্বস্তি বাড়ছিলো অভিনেত্রীর ভক্তমহলেও।ফ্ল্যাট দুর্নীতিকান্ডে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন নুসরাত।
অন্যদিকে, নুসরাতের স্বামী যশ দাশগুপ্ত অবশ্য এবার কাজ করেছেন বলিউডে।তাকে দেখা যাবে নতুন ছবি "ইয়ারিয়া টু" তে।যশের পরে তাহলে কী নুসরাত?-প্রশ্ন ছিলো দর্শকমহলের একাংশে। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম লাইভে একজন অনুরাগীর প্রশ্নে নুসরাতের উত্তর - "শুনেই ভালো লাগছে।তবে আমাকে মনে হচ্ছে দীপিকার থেকে অনুমতি নিতে হবে। তারপর ছবিটা হবে।"বলিউডের বিষয়ে সামান্য ক্ষোভও প্রকাশ পায় অভিনেত্রীর গলায়।
শুক্রবার ডলি জৈনের সঙ্গে বিশেষ শ্যুটের মাঝেই ইনস্টাগ্রামে লাইভ ছিলেন নুসরাত। সেখানে অনুরাগীরা তাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান।আর সেই পর্বেই তাদের একের পর কৌতুহল নিবৃত্তি করেছেন অভিনেত্রী।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment