Raktabeej: 'X' প্ল্যাটফর্মে ছুটছে রক্তবীজের ট্রেলার! পুজোর আগেই চড়ছে উত্তেজনার পারদ
ট্রেলার আসার সাথে সাথেই কিস্তিমাতের ইঙ্গিত আবার শিবনন্দী জুটির। দর্শকদের উত্তেজনা তুঙ্গে রক্তবীজ ঘিরে।
তানিয়া রায় চৌধুরী:ট্রেলার প্রকাশ্যে আসা মাত্রই সোশাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ।’ বর্তমান ‘X’ সাইটের ট্রেন্ডিং তালিকায় তিন নম্বর জায়গাটি দখল করে ফেলেছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়দের এই ছবি। তাঁদের একসাথে দেখে অনুরাগীরা যতেষ্ট মুগ্ধ। টলিউডের সুপারহিট জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ কথা রেখে ঠিক শনিবার সকাল এই প্রকাশ্যে আনেন 2 মিনিট 29 সেকেন্ড এর ট্রেলার। তরণ আদর্শ, রমেশ বালার মতো চলচ্চিত্র বিশেষজ্ঞরাও তা শেয়ার করেছেন। আর তাতেই ট্রেন্ডিং তালিকায় উপরের সারিতে পৌঁছে গিয়েছে বাংলার ছবি, বাংলা ছবি।
খাগড়াগড় বিস্ফোরণের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘রক্তবীজ’। ২০১৪ সালে দিল্লির মসনদে যখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সেই পাঁচ বছরের সময়কালে বাঙালি রাষ্ট্রপতির কলম দেশের একাধিক বড় ঘটনার সাক্ষী থেকেছে। তার মধ্যে অন্যতম দুর্গাষ্টমীর দিন বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ। যে ঘটনার কথা ভাবলে আজও বঙ্গবাসীর বুক কেঁপে ওঠে! অতীতের সেই স্মৃতি উসকে দিয়েছে ‘রক্তবীজ’-এর ট্রেলার।
আরও পড়ুন: Koel Mallick: 'জঙ্গলে মিতিনে' হাতির সঙ্গে বন্ধুত্ব! নতুন অভিজ্ঞতার কথা ভাগ করলেন কোয়েল মল্লিক
এখানে বাঙালি রাষ্ট্রপতি হিসেবে দেখা গিয়েছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী দুঁদে পুলিশ অফিসার। অনসূয়া মজুমদারকে দেখা যাচ্ছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের দিদি হিসেবে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল, দেবলীনা কুমার। ১৯ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘রক্তবীজ’। এবার শুধু দেখার পালা সেরার টক্করে নন্দিতা রায় ও শিবপ্রসাদ বিখ্যাত জুটি নিজেদের জায়গা ধরে রাখতে পারেন কিনা ! এবং ট্রেলার এর মত ঠিক কতটা উত্তেজনা ১৯ তারিখ ছবি রিলিজ এর পর দর্শক দের মধ্যে থাকে সেটাই দেখার অপেক্ষায়।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment