Koel Mallick: 'জঙ্গলে মিতিনে' হাতির সঙ্গে বন্ধুত্ব! নতুন অভিজ্ঞতার কথা ভাগ করলেন কোয়েল মল্লিক
মিতিন যখন জঙ্গলে! তার বন্ধু হাতির সাথে সম্পর্ক এবং বন্ধুতের সূত্রপাত নিয়ে অভিজ্ঞতা বললেন নায়িকা নিজে।
তানিয়া রায় চৌধুরী: এই পুজোয় আসছে পরিচালক অরিন্দম শীল পরিচালিত মিতিনমসির নতুন গল্প 'জঙ্গলে মিতিন'। "মিতিনের" ভূমিকায় পর্দায় আসছেন কয়েল মল্লিক। সিনেমার শুটিং ফ্লোরে এক অন্য অভিজ্ঞতার মুখোমুখি নায়িকা। সিনেমায় তার অভিনয়ের দৃশ্যে ছিল এক হাতি। তার সাথে কাজের কথা বললেন অভিনেত্রী।
পুজোর সাথে নতুন ছবি রিলিজ যেন বহু পুরনো এক প্রথা এবং বাঙালির খুব প্রিয়। ঠাকুর দেখার প্ল্যান থাকলেও তৃতীয়া, চতুর্থী অথবা একাদশী, দ্বাদশী এখন "মুভি ডেট' যেন সেট করা বাঙালির। আর পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রী ওনারা অপেক্ষায় থাকেন এই সুযোগের। তাই ব্যস্ততার চূড়ান্ত পর্যায় পৌঁছে গেছে টলিউড ইন্ডাস্ট্রি। টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে দেব, মিমি, প্রসেনজিৎ, সৃজিত, এর নতুন নতুন সব কাজ। এদের মধ্যে পিছিয়ে নেয় সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা "মিতিন"ও। এই মিতিনমাসির চরিত্রে কোয়েল মল্লিককে পছন্দ করেন দর্শক। মিতিনমাসির অন্য রহস্য ভেদ করার পালা এবার পুজোয়।
আরও পড়ুন: Hoichoi New Series: 'অন্তর মহলে' মুখ দেখবেন টলিপাড়ার ত্রয়ী! একজোটে আসছেন সৌরভ-ঈশা-স্বস্তিকা
অভিনেত্রী বলেন - "কারও সঙ্গে কাজ করতে গেলে তার সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করতে হয়"। টলি পাড়ার অনেক অভিনেতা র সাথে কাজ করে ফেলেছেন তিনি তার কেরিয়ারে তাই এবার রহস্য ভেদের গল্পে তার সহ- অভিনেতা একজন হাতি। তাঁর এই বন্ধুতের গল্প ইনস্টাগ্রাম এই শেয়ার করেছেন অভিনেত্রী নিজে। সারান্ডার জঙ্গলের গল্পের ভিডিও তে দেখা গেলো, কখনও হাতির গায়ে-মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। কখনও আবার ভালবেসে খাইয়ে দিচ্ছেন লাউ।
ভিডিওর ক্যাপশন এ কোয়েল লেখেন, “শুটিংয়ের আগে সাধারণত আমি আমার প্রতিটি সহ-অভিনেতার সঙ্গে বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করি। তবে নতুন সহ-অভিনেত্রীর সঙ্গে কাজ করে বেশ ভাল লেগেছে। খুব মিষ্টি সহ-অভিনেত্রীকে পেয়েছিলাম।"
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment