Arijit Singh: হঠাৎ মেজাজ হারালেন সুরের জাদুকর অরিজিৎ সিং! শো-য়ের মাঝেই বললেন...
Tania Roy Chowdhury: মিউজিক ইন্ডাস্ট্রির একটা কালপুরুষ আমাদের সকলের প্রিয় জিয়াগঞ্জের সাধারণ ছেলে অরিজিত। যে শিখিয়েছে সাধারণত অসাধারণ বিরাজ করে। তার এক একটা কনসার্ট মানে তার দর্শকদের ইমোশন। সেই ইমোশনে কিছুটা ব্যাঘাত ঘটলো একটি ছোট্ট ঘটনা। হঠাৎই মেজাজ হারালেন সুরের জাদুকর! হঠাৎ হল টা কী? কান পাতলেন অনুরাগীরা।
আরও পড়ুন: Ranbir-Alia: জন্মদিনে প্রকাশ্যে এল রাহার 'প্রথম' ছবি! কতটা বড় হল সে? কেমন দেখতে হল তাঁকে?
অরিজিৎ সিং এর কনসার্ট মানে লাখো লাখো মানুষের ভিড়। ঠিক তেমনি এর অন্যতা হয়নি চন্ডিগড়ের কনসার্ট ঘিরে। ভালোবাসা থেকে দুঃখ যেন সবটা জুড়েই বিরাজ করে আমাদের মনে তিনি। আর সঙ্গে যখন রণবীর কাপুর থাকে তখন অভিনেতার গায়কের জুটি অনবদ্য হয়ে ওঠে। এরকমই গানের মাঝে একটা ভিডিওতে দেখা গেছিলেন যে অরিজিৎ হাতে রুমাল নিয়ে অটোগ্রাফ দিচ্ছেন। এরখম অবস্থায় থেকে সেখানে উপস্থিত একজন মহিলা বলেছিলেন তিনি তো এখানে গান করতে এসেছেন। সেটা করলে মনে হয় ভালো হয়। তাঁর বক্তব্যকে সম্মান জানিয়ে অরিজিত বলেন যে উনি এখানে যেটি করতে এসেছেন সেটাতেই ওনাকে মনোনিবেশ করতে দিলে ভালো হয় অটোগ্রাফ তো পরেও কোথাও দেওয়া যাবে।
ঘটনার ভিডিও রেকর্ড হওয়ার পর থেকেই শুরু হয় দর্শক মহলে তোলপাড়। তেমন কোন নেতিবাচক কথা শোনা না গেলেও ঘটনাটি নিয়ে আলোচনা চলছে। ইদানিং নেটপাড়ার সকলে মুখিয়ে থাকে পান থেকে চুন খসলেই তার রহস্য উদঘাটনে। আর সেখান থেকে তিলকে তাল করায়। তবে, ইন্ডাস্ট্রির গায়ক থেকে নায়ক কমবেশি কেউই এই সমস্ত কানাঘুষোয় পাত্তা দেন না। তাই অরিজিতের সাম্প্রতিক ভিডিওটি সামনে আসলেও ওপর পক্ষের কোনোও মন্তব্য এখনো প্রকাশ্যে আসেনি।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment