Arijit Singh: হঠাৎ মেজাজ হারালেন সুরের জাদুকর অরিজিৎ সিং! শো-য়ের মাঝেই বললেন...


Tania Roy Chowdhury: মিউজিক ইন্ডাস্ট্রির একটা কালপুরুষ আমাদের সকলের প্রিয় জিয়াগঞ্জের সাধারণ ছেলে অরিজিত। যে শিখিয়েছে সাধারণত অসাধারণ বিরাজ করে। তার এক একটা কনসার্ট মানে তার দর্শকদের ইমোশন। সেই ইমোশনে কিছুটা ব্যাঘাত ঘটলো একটি ছোট্ট ঘটনা। হঠাৎই মেজাজ হারালেন সুরের জাদুকর! হঠাৎ হল টা কী? কান পাতলেন অনুরাগীরা। 


অরিজিৎ সিং এর কনসার্ট মানে লাখো লাখো মানুষের ভিড়। ঠিক তেমনি এর অন্যতা হয়নি চন্ডিগড়ের কনসার্ট ঘিরে। ভালোবাসা থেকে দুঃখ যেন সবটা জুড়েই বিরাজ করে আমাদের মনে তিনি। আর সঙ্গে যখন রণবীর কাপুর থাকে তখন অভিনেতার গায়কের জুটি অনবদ্য হয়ে ওঠে। এরকমই গানের মাঝে একটা ভিডিওতে দেখা গেছিলেন যে অরিজিৎ হাতে রুমাল নিয়ে অটোগ্রাফ দিচ্ছেন। এরখম অবস্থায় থেকে সেখানে উপস্থিত একজন মহিলা বলেছিলেন তিনি তো এখানে গান করতে এসেছেন। সেটা করলে মনে হয় ভালো হয়। তাঁর বক্তব্যকে সম্মান জানিয়ে অরিজিত বলেন যে উনি এখানে যেটি করতে এসেছেন সেটাতেই ওনাকে মনোনিবেশ করতে দিলে ভালো হয় অটোগ্রাফ তো পরেও কোথাও দেওয়া যাবে। 


ঘটনার ভিডিও রেকর্ড হওয়ার পর থেকেই শুরু হয় দর্শক মহলে তোলপাড়। তেমন কোন নেতিবাচক কথা শোনা না গেলেও ঘটনাটি নিয়ে আলোচনা চলছে। ইদানিং নেটপাড়ার সকলে মুখিয়ে থাকে পান থেকে চুন খসলেই তার রহস্য উদঘাটনে। আর সেখান থেকে তিলকে তাল করায়। তবে, ইন্ডাস্ট্রির গায়ক থেকে নায়ক কমবেশি কেউই এই সমস্ত কানাঘুষোয় পাত্তা দেন না। তাই অরিজিতের সাম্প্রতিক ভিডিওটি সামনে আসলেও ওপর পক্ষের কোনোও মন্তব্য এখনো প্রকাশ্যে আসেনি।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ