Debaloy-Subhasree: আবারও পর্দায় একসঙ্গে শুভশ্রী-দেবালয়! ফিরছে 'ইন্দুবালা' জুটি...

Somrupa Ash: এগিয়ে আসছে শুভশ্রীর ডেলিভারি ডেট। সন্তান ও নিজেকে সুস্থ রাখতে চলছে অভিনেত্রীর শরীরচর্চা। প্রেগন্যান্সিতেও বাড়িতে বসে নেই অভিনেত্রী। শ্যুটিং ও পরবর্তী ছবির কাজের জন্য এখন থেকেই চিত্রনাট্য পড়া শুরু করেছেন নায়িকা। কারণ ডেলিভারির পর খানিক সুস্থ হয়েই ফ্লোরে ফিরবেন তিনি। আর এসবের মাঝেই কানাঘুষো খবর, 'ইন্দুবালা ভাতের হোটেল' পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধবেন শুভশ্রী।


শোনা যাচ্ছে ' ইন্দুবালা ভাতের হোটেল ' এর পর আবার দেবালয় ভট্টাচার্যের সাথে কাজ করবেন শুভশ্রী , প্রযোজনার দ্বায়িত্বে আবারও এসভিএফ। 
এক সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় দেবালয়ের সঙ্গে , তিনি বলেছেন "আসলে ইন্দুবালাতে একসঙ্গে কাজ করার পর থেকেই আমাদের মধ্যে সমীকরণটা একদম অন্য রকমের হয়ে গিয়েছে। আমিও শুভশ্রীর সঙ্গে কাজ করতে চাই। ও (শুভশ্রী) আমার সঙ্গে কাজ করতে চায়। তাই আবার একটা পরিকল্পনা চলছে। এ বার বড় পর্দায় একসঙ্গে কাজ করার ভাবনা আছে। এমন একটা বিষয়ে কাজ করার ইচ্ছা আছে, যা এখানে খুব কম দেখা যায়। বাকিটা ক্রমশ প্রকাশ্য।”


'ইন্দুবালা ভাতের হোটেল' গল্প, এবং ইন্দুর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় দুই দিক থেকেই প্রশংসিত। তাই এই জুটিকে ফের পর্দায় একসঙ্গে দেখতে উৎসুক দর্শক। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে পরের বছরই নতুন কাজে যোগ দেবেন নায়িকা।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ