Ritabhari Chakraborty: হঠাৎ 'বিশেষ' বন্ধুর সঙ্গে হাসিখুশি ফ্রেম শেয়ার ঋতাভরীর! মৌনতা দেখে অবাক অনুরাগীমহল...


শীতের দাপট শহরে না পড়লেও ঋতাভরির পোস্টে সমালোচনা পারদ তুঙ্গে। প্রেমের গুঞ্জন বন্ধুতের পোস্ট। একটা প্রশ্ন আনছে সামনে।

Tania Roy Chowdhury: কিছুদিন আগে বিচ্ছেদের খবরে নিজের ক্ষোভ সমাজ মাধ্যমে প্রকাশ করেছিলেন। সেটা সম্পূর্ণভাবে পূরণ হওয়ার আগেই আবার শোনা গেল নতুন গুঞ্জন প্রেমের। অবশ্য নিজের কাজের ঝুলিতে এবং ক্যারিয়ারের প্রত্যেক টাতে সাকসেস ছুঁয়ে ফেলেছেন এই অভিনেত্রী তাই নিজের ব্যস্ততাকে সব সময় হাতিয়ার করে নিজের ব্যক্তিগত জীবনকে অনেকটা দূরে রাখার চেষ্টা করেন। তাই এখনো খবর অনুযায়ী তার জীবনসঙ্গী তথাগত সাথে অনেকদিন একসাথে দেখা যায় না তাদের। আসলে কম বেশি আমরা সকলেই লাইট ক্যামেরা একশন এর আলোকিত জগতের মানুষগুলোর ব্যক্তিগত জীবনের কৌতুহল মেটানোর জন্য সবসময়ই চর্চিত করি তাদের সোশ্যাল মিডিয়া তাদের পোস্ট। এরম পুজোর পরে পরেই বাঙালির হার্টবিট বাড়ানোর ঋতাভরী র পোস্টে শুরু হলো নতুন গুঞ্জন। 


বেশ কিছু ছবিতে একসাথে ঋতভরী এবং ডাক্তার তথাগতকে একসাথে দেখে অনেক প্রশ্নই আসছে। নিজেদের লক্ষ্মী পুজোতে একসাথে গালে গাল ঠেকিয়ে ছবি পোস্ট করে লিখেছেন - "আমি এবং চিকিৎসক তথাগত অষ্টমীর দিন ছবি তুলতে পারিনি, তাই লক্ষ্মীপুজোর দিন ছবি তুলে ম্যানেজ করছি। তবে এই ছবিতে আমায় দেখতে খুব ভাল লাগছে।" এছাড়াও এখন ফ্যাশনেটির উৎসব হ্যালোইনদের ছবি পোস্ট করে কটুক্তি স্বীকার হলেও ডোন্ট কেয়ার মেন্টালিটিকে বজায় রেখেছেন আমাদের অভিনেত্রী। 


বর্তমান সাধারণ মানুষও যেমন একাধিক বাইরের লোকের ব্যক্তিগত ব্যাপারে মধ্যস্থ করা পছন্দ করেন না ঠিক তেমনি বেফাঁস কোন মন্তব্য থেকেও কোন নিজস্ব সহ্য সীমানা অতিক্রম করা সমালোচনার ক্ষেত্রেও ঋতভরী যথারীতি সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দেন। অভিনেত্রী এবং ডাক্তার অর্থাৎ লাইট ক্যামেরা একশন এবং স্টেথোস্কোপের সম্পর্কটা কতটা গুঞ্জন কিংবা সত্যিই কথাটা সত্য তার মধ্যে দিয়ে রয়েছে সেটা আগামী পোস্ট কিংবা আগামী কোন সাক্ষাৎকারে সাথে প্রকাশ পাবে।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ