Bengali Upcoming Movie I Dabaru: নন্দিতা-শিবপ্রসাদের পাশে ঋতুপর্ণা-চিরঞ্জিত! পথিকৃতের হাত ধরে কিস্তিমাত করতে আসছে 'দাবাড়ু'
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: সদ্য শেষ হয়েছে নন্দীতা-শিবপ্রসাদের 'রক্তবীজের' শ্যুটিং। আর এবার নতুন এক গল্প নিয়ে আসরে নামলেন তাঁরা। গ্র্যান্ড মাস্টার সুর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে আসতে চলেছে নতুন সিনেমা। নাম 'দাবাড়ু'। ছবির পরিচালক তথা কারিগর পথিকৃৎ বসু। ছবির সৃজনশীল পরিচালনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
ভারতীয় দাবাড়ু সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের জীবনী ফুটে উঠবে পর্দায়। সাদা-কালো বোর্ডে 'কিস্তিমাত' দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শকেরা। পাশাপাশি ফুটে উঠবে জীবন, সংগ্রাম ও সমাজের ধারাচিত্র। থাকবে সামাজিক নানা সমস্যা, উত্তরণের গল্প। দাবাড়ু সূর্যশেখর কিভাবে বিশ্বদরবারে উন্নীত হয়েছিলেন, তার গল্প শোনাবে উইন্ডোজের 'দাবাড়ু'।
দীর্ঘ প্রায় চল্লিশ বছরের দুরত্ব কাটিয়ে পর্দায় ফিরছেন ঋতুপর্ণা-চিরঞ্জিত জুটি। সূত্রের খবর, পর্দার সূর্যশেখরের চরিত্রে দেখা যাবে এক নতুন মুখকে। গ্র্যান্ড মাস্টারের মায়ের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর প্রশিক্ষকের ভূমিকায় থাকবেন কৌশিক সেন। এছাড়া, দীপঙ্কর দে, ও বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়-সহ নামজাদা অভিনেতা ও অভিনেত্রীরা ছবিটিতে অভিনয় করবেন বলে জানা যাচ্ছে।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment