Madhumita Sarcar: আয়নায় 'ঐশ্বর্যের' খোঁজে মধুমিতা! ইন্ডাস্ট্রিতে তাঁর 'চোখের বালি' কে?
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar) এখন টলিউডের অন্যতম হার্টথ্রব। মাঝেমাঝেই নানান থিম ফটোশ্যুটে মেতে ওঠেন অভিনেত্রী। কিছুদিন আগেই সাদা থান, এলো চুলে 'বিনোদিনী' রূপে সেজে উঠেছিলেন মধুমিতা। ক্যাপশনে লেখেন 'ভুলিতে নাহি পারি'।
মধুমিতার সাজ দেখে অনেকেরই মনে পড়েছিল 'চোখের বালি' সিনেমার ঐশ্বর্য রাই বচ্চন কে। ঐশ্বর্য ও মধুমিতার মধ্যে তুলনাও টানেন নেটিজেনেরা। 'ঐশ্বর্যের মতো মানাচ্ছে না' কটাক্ষও শুনতে হয় তাঁকে। তবে, দুয়েক কথায় দমে যাওয়ার মেয়ে নন মধুমিতা। 'চোখের বালি' ফটোশ্যুটের দ্বিতীয় পার্টে ফের চমক লাগালেন তিনি।
আয়নার সামনে গয়না পরে 'বিনোদিনী' মধুমিতা। স্বর্ণালঙ্কার ও সাদা থানের মেলবন্ধনে ফুটে উঠেছে তাঁর দ্যুতি। ছবির ক্যাপশনে লেখা, 'তুমি রবে নীরবে'। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট হতেই ছুটে এসেছে কমেন্টস ঝড়। অনুরাগীদের দাবি, চোখের বালির দ্বিতীয় পর্ব এলে যেন মধুমিতাই সেখানে বিনোদিনী হন। ইন্ডাস্ট্রিতে মধুমিতার চোখের বালি কে, তা এখনও জানা যায়নি। তবে কোনো এক সাক্ষাৎকারে হয়তো ফাঁস হবে উত্তর।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment