Subhashree Ganguly: মা হতে চলেছেন শুভশ্রী! 'রাজশ্রীর' পরিবারে আসছে নতুন অতিথি...


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: 'রাজশ্রীর' পরিবারে আসছে নতুন অতিথি। দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে দ্বিতীয় বারের জন্য মা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন অভিনেত্রী শুভশ্রী। তখন থেকেই কানাঘুষো চলছিল টলিপাড়ায়। তবে এবার সর্বসমক্ষে খুশির খবর জানালেন 'রাজ ঘরণী।'

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে শুভশ্রী ও রাজের হাত ধরে লাফাচ্ছে তাঁদের তিন বছরের ছোট্ট খুদে ইউভান। বেশ বোঝা যাচ্ছে ইউভান যথেষ্ট খুশি। ছবিতে ইউভান পরে আছে একটি সাদা টি-শার্ট। তাতে লেখা 'বিগ ব্রাদার' তথা 'বড় দাদা'। ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন ইউভান 'বড় দাদা' হতে চলেছে। 'রাজশ্রীর' পরিবারের খুশির খবর আসতেই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে কমেন্ট বক্স। শুভেচ্ছা পাঠিয়েছেন অনুরাগীরা।



শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী, মৌনি রায় থেকে সৌমিতৃষা কুন্ডু। এছাড়া মৌখিকভাবেও সকলের ভালোবাসা পৌছেছে দম্পতির উদ্দেশ্যে। ২০১৮ সালে বিয়ে হয় রাজ-শুভশ্রীর। ২০২০ সালের সেপ্টেম্বরে পুত্র সন্তান ইউভানের জন্ম দেন শুভশ্রী। তার ঠিক তিন বছর পর ফের খুশির খবরে উচ্ছ্বসিত রাজ-পরিবার।



বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।







Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ