Dev as Byomkesh: "আর কোনও ব্যোমকেশ করবো না..." দেবের কথায় মনভার অনুরাগীদের
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: ছক ভেঙে ময়দানে নেমেছেন অভিনেতা দেব (Dev Adhikari)। গোলন্দাজ, কিশমিশের পর এবার 'ব্যোমকেশ' রূপে ধরা দেবেন দর্শকদের সামনে। অগাস্টে আসছে 'ব্যোমকেশ ও দূর্গরহস্য'। এই ছবি ঘিরে তুমুল উন্মাদনা দর্শকমহলে। তবে ছবির ট্রেলার লঞ্চের দিন দেবের একটি ঘোষণায় মন খারাপ হল অনুরাগীদের।
জাঁকজমকপূর্ণ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অভিনেতা দেব বলেন,"আমি এই একটাই ব্যোমকেশ করব। এরপর আমি আর ব্যোমকেশ করবো না। কিন্তু আগামীতে যাঁরা করবেন তাঁরা সাহস পাবেন ছবিটিকে বড় স্কেলে শ্যুট করার। চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালোবাসেন দেব। ব্যোমকেশের চরিত্রে নিজেকে ভেঙে গড়ে গুছিয়ে নিয়েছেন তিনি।
প্রথম থেকেই 'দেবের ব্যোমকেশ' ট্রোলিংয়ের মুখে
পড়ে। তবে সেই সকল কটূ কথার সপাট জবাব
'ব্যোমকেশের' টিজার। যা দেখার পর থেকে ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। আশা করা যাচ্ছে, অভিনেতাকে পর্দায় নতুন করে খুঁজে পাবেন
দর্শককূল। পাশাপাশি, সত্যবতী রুক্মিণী ও অজিত অম্বরিশকেও নতুন ধারার 'টিম ব্যোমকেশ' রূপে
পাবেন দর্শক।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment