Feluda Upcoming Movie: শীতের ছুটিতে ফেলুদা 'ফেরত'! বড় পর্দায় আসছে কোন গল্প? জানালেন সন্দীপ রায়


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: গোয়েন্দা গল্প ভিত্তিক ছবি দিন দিন জনপ্রিয় হচ্ছে টলিউডে। বাঙালির প্রিয় গোয়েন্দার তালিকায় জায়গা করে নিয়েছেন ফেলুদা, ব্যোমকেশ ও মিতিনমাসি-সহ অন্যান্যরা। চলতি বছরের পুজোয় আসছে দেব (Dev Adhikari) অভিনীত 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' (Byomkesh O Durgo Rahasya) এবং কোয়েল (Koel Mallik) অভিনীত 'জঙ্গলে মিতিনমাসি'। ফলে ফেলুদাপ্রেমী বাঙালি প্রদোষ চন্দ্র মিত্রকে মিস করছেন পর্দায়। তবে আর অপেক্ষা নয়, দর্শকদের সুখবর দিলেন পরিচালক সন্দীপ রায়। 'হত্যাপুরীর' পর একবার ফের বড় পর্দায় আসতে চলেছে ফেলুদা। 

ঠিক কী জানিয়েছেন পরিচালক? সম্প্রতি সন্দীপ রায় জানান, খুব সম্ভবত শীতে আসতে চলেছে ফেলুদার পরবর্তী সিনেমা। 'হত্যাপুরীর' পর একবার ফের বড় পর্দায় ফেলুদার ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indraneel Sengupta)। সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফেলুদা ও প্রফেসর শঙ্কুকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন সন্দীপ রায়। তখন থেকেই 'নয়ন রহস্য' গল্পটিকে বাছাই করে রাখেন। তাই জানা যাচ্ছে, ফেলুদার পরবর্তী ছবিটি হবে পারে 'নয়ন রহস্য' গল্পটিকে কেন্দ্র করে। 


বর্তমানে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। লেখা
শেষ হলেই শুরু হবে শ্যুটিংয়ের তোড়জোড়। পরিচালক জানান, যেহেতু মাদ্রাজ প্রেক্ষাপটে সত্যজিৎ রায় 'নয়ন রহস্য' তৈরি করেছিলেন, সেহেতু ছবির শ্যুটিংয়ের জন্য তাঁদের পাড়ি দিতে হতে পারে দক্ষিণে। ফেলুদার ভূমিকায় ইন্দ্রনীল থাকলেও ছবির আরেক কেন্দ্রীয় চরিত্র নয়নের ভূমিকায় কে থাকবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ছবির প্রযোজনা সামলাবে সুরিন্দর ফিল্মস। পরিচালক জানিয়েছেন, ছবির পরিকল্পনা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। অতএব কিছুদিন অপেক্ষার পর বাকি তথ্য পাওয়া যাবে।


বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।






Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ