Koushani Mukherjee: গরম ভ্যানিশ! বালিতে ঝড় তুলে ট্রোলড কৌশানী
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: অভিনেতা বনি সেনগুপ্ত (Boni Sengupta) ও কৌশানী মুখার্জির (Koushani Mukherjee) জুটি টলি পাড়ায় চর্চিত। দুজনের যুগলবন্দি একের পর এক ছবি আসছে বড় পর্দায়। ডেইলি শ্যুটিংয়ের ফাঁকে ফটোশ্যুটে মন দেন অভিনেত্রী কৌশানী। ইদানিং খানিক অবসর মিলতেই মরুভূমি 'ট্রিপে' পাড়ি জমালেন অভিনেত্রী। ঘুরতে গিয়ে বালিতে বিভিন্ন পোজে ফটো দিয়ে ট্রোলিংয়ের শিকার কৌশানী।
সম্প্রতি পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, কালো ড্রেস, কালো বুট ও খোলা চুলে বালিতে হুল্লোড় তুলেছেন অভিনেত্রী। মুখে হালকা মেক আপ ও ন্যুড শেড লিপস্টিকে আরও আকর্ষণীয় লাগছে তাঁকে। অনুরাগীদের একাংশ প্রশংসা করলেও মরুভূমির গরম ওয়েদারে তাঁর আদৌ গরম লাগছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
কমেন্টস সেকশনে ভরে যাওয়া একগুচ্ছ কমেন্টসে
কেউ করেছেন বনির খোঁজ তো কেউ তুলেছেন তাঁর সাজের তুলনা। মরুভূমির গরম বালিতে কিভাবে নির্দ্বিধায় বসে রইলেন তিনি, তা নিয়েও ছুটে এসেছে নানাবিধ মন্তব্য। প্রসঙ্গত, প্রায় দীর্ঘ আট বছরের সম্পর্ক চলছে বনি-কৌশানীর। খবর পাওয়া যাচ্ছে, আগামী বছরে বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁদের।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment