Ritabhari Chakraborty: সায়ন্তনী পুততুণ্ডর উপন্যাস এবার OTT তে! ওয়েবে পথচলা শুরু 'নন্দিনী' ঋতাভরীর
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: বর্তমান বাংলার থ্রিলার রাইটারদের মধ্যে সায়ন্তনী পুততুণ্ড (Sayantani Putatunda)-এর নাম বিশেষ উল্লেখযোগ্য। থ্রিলারের পাশাপাশি তাঁর উপন্যাসগুলি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে পাঠকমহলে। এদিকে, ওয়েবে গল্প ও উপন্যাসকে ভিত্তি করে সিরিজ নির্মাণের জনপ্রিয়তা বাড়ছে ক্রমশ। আর সেই সূত্র ধরেই এবার সায়ন্তনী পুততুণ্ডর রচিত 'নন্দিনী' উপন্যাসটি ওটিটিতে আনার সিদ্ধান্ত নিয়েছে সুরিন্দর ফিল্মস। আর সেই সিরিজের হাত ধরেই ওয়েব পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
আরও পড়ুন: Byomkesh O Durgo Rahasya: মিলল 'দ্বিতীয়' সত্যবতীর দর্শন! সোহিনী না রুক্মিণী পাল্লা ভারী কার?
সিরিজে এক সন্তানসম্ভবা নারীর চরিত্রে অভিনয় করবেন ঋতাভরী। সিরিজের প্রধান চরিত্রে 'স্নিগ্ধার'
ভূমিকায় থাকছেন তিনি। সিরিজটি দেখানো হবে 'আড্ডাটাইমসে (Addatimes)'। নবাগতা মীর ফালাকের পরিচালনায় নির্মিত হবে সিরিজটি। বাঙালি গৃহবধূর স্নিগ্ধার চরিত্রটি এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র। গল্পে সন্তানসম্ভবা স্নিগ্ধা। গর্ভস্থ সন্তানের ভ্রূণে ত্রুটি আছে বলে স্নিগ্ধাকে গর্ভপাত করার কথা বলে শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু গর্ভপাত করানোর আগের দিন এক অলৌকিক ফোন পান স্নিগ্ধা। এরপর কী হবে, তা জানতে নজর রাখতে হবে আড্ডাটাইমসে। সংসার ও জীবনের মিলিত মিশ্রণে বাঁধা হবে গল্পের সুতো।
বড় পর্দার দাপুটে অভিনেত্রী ঋতাভরী এর আগে ওয়েবসিরিজে অভিনয় করেননি। তবে খুব শীঘ্রই সিরিজে ডেবিউ করতে চলেছেন তিনি। সিরিজে ঋতাভরীর স্বামীর ভূমিকায় অভিনয় করবেন কিঞ্জল নন্দ। শাশুড়ির ভূমিকায় দেবযানী চট্টোপাধ্যায়। ইতিমধ্যে চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী। নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment