Srijit Mukherjee: পর্দায় ফিরবেন মহানায়ক উত্তম কুমার, বাঙালিদের জন্য উপহার সাজাচ্ছেন সৃজিত
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: সকল বাঙালিদের জন্য খুশির খবর আনলেন পরিচালক সৃজিত মুখার্জী। মহানায়কের প্রয়াণ দিবসে আসছে উত্তমকুমারের ছবি প্রিভিউ 'অতি উত্তম'। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে জানিয়েছেন পরিচালক।
সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করে সৃজিত লেখেন, "প্রতিটি বাঙালির মহানায়ক ফিরছেন বড় পর্দায়। আগামীকাল আসছে তারই প্রথম ঝলক"। অনেকদিন ধরেই এই ছবিটি আনার পরিকল্পনা করছিলেন
সৃজিত। এই ছবিটিকে তার 'স্বপ্নের প্রজেক্ট' বলে উল্লেখ করেছেন তিনি। আর আজ সেই ছবির প্রথম ঝলক প্রকাশ পেল।
জানা যাচ্ছে, এই ছবিতে ভিএফএক্সের মাধ্যমে অভিনয় করতে দেখা যাবে মহানায়ককে। এছাড়া অভিনয় করবেন, গোরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য। দেখা যেতে পারে জিনা তরফদারকেও। সৃজিত মুখার্জীর এই ঘোষণায় খুশি সিনেপ্রেমীরা।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment