Subhasree Ganguly: "আমি চেয়েছিলাম, সৃজিত কনফিডেন্ট ছিলনা.." বিস্ফোরক অভিনেত্রী শুভশ্রী


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: পুজোয় আসছে সৃজিত মুখার্জির দশম অবতার (Doshom Obotar)। বৃহস্পতিবার লোগো লঞ্চের পর থেকে ছবি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর। কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় শুভশ্রীর বদলে অন্য কাউকে অভিনেত্রীর আসন দেওয়ার পরিকল্পনা করেন পরিচালক সৃজিত। 


শেষমেশ জয়া আহসানকে মধ্যমণি অভিনেত্রী করা হয় 'দশম অবতারের'। এদিকে, সৃজিতের ছবিতে প্রথম অভিনয়ের সুবাদে শুভশ্রীকে নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী
শুভশ্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,
তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পরেও এই ছবিতে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু পরিচালক সৃজিত কনফিডেন্ট ছিলেন না। তবে সৃজিতের সিদ্ধান্তকে 
সন্মান জানিয়েছেন শুভশ্রী। 


আবার এ প্রসঙ্গে সৃজিত মুখার্জি ওটিটি প্লে কে জানিয়েছেন, দশম অবতারে মৈত্রীর চরিত্রটির ছবিতে এমন অনেক দৃশ্য রয়েছে যা শারীরিকভাবে ক্লান্তিকর। তাই অন্তঃসত্ত্বা শুভশ্রীর শারীরিক খেয়াল রেখেই কাস্টিং পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।





Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ