Swastika Mukherjee: "মানুষটাকে একা ছেড়ে দিন..." রবিঠাকুরের 'নতুন' বেশে আপত্তি তুললেন স্বস্তিকা


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: গত ৮ জুলাই বলি অভিনেতা অনুপম খের চমকে দেন দর্শকদের। সোশ্যালে রবিঠাকুরের সাজে আত্মপ্রকাশ করেন তিনি। তাঁর নয়া 'লুক' যথেষ্ট নিখুঁত ছিল বলেই দাবি করেন দর্শকেরা। তবে একাংশের মতামত ছিল 'বাঙালিরাই রবিঠাকুরকে ভালো চেনেন।" বিষয়টি নিয়ে আলোচনাও চলে সমাজ মাধ্যমে। তবে এবার সংশ্লিষ্ট বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)। 


ঠিক কী বলেন অভিনেত্রী? গত ৯ জুলাই রবিবার 
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন স্বস্তিকা। সেখানে তাঁর সপাট মন্তব্যে বেশ বোঝা যায়, অনুপম খেরের রবিঠাকুর সাজার সিদ্ধান্তে খুশি নন তিনি। সমাজ মাধ্যমে স্বস্তিকা লেখেন, "কেউ রবিঠাকুর সাজবেন না। মানুষটাকে একা ছেড়ে দিন।" অনেক রবিপ্রেমী বাঙালি স্বস্তিকার কথার সঙ্গে সহমত পোষণ করেন।



এরমধ্যে গত ৮ জুলাই অনুপম খের রবিঠাকুরের সাজে ছবি পোস্ট করে লেখেন, আমার ৫৩৮ তম প্রকল্পে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে পেরে আমি আনন্দিত। সময় আসলে এ বিষয়ে সবিস্তারে জানাব। প্রসঙ্গত, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি রবিপ্রেমী বলেই জানা যায়। তাই রবিঠাকুরকে নিয়ে কোনোও চলচ্চিত্র নির্মাণ হলে সেখানে কোনো অতিরঞ্জিত বিষয় থাকবে কিনা, তা নিয়ে আশঙ্কিত অভিনেত্রী। সে কারণেই এহেন বক্তব্য পেশ করে থাকতে পারেন বলেই মনে করছেন দর্শকমহল।



বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।









Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ