Tollywood Actress Marriage: আড়ালে বিয়ে সারলেন পর্দার 'রাঙা বউ'! পাত্র কে? জানলে চমকে যাবেন


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: টলিউডে ফের 'চুপিচুপি' বিয়ে। কিছুদিন আগেই চার হাত এক হল অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) ও অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)। বিরাট জাঁকজমক নয়, বরং ঘনিষ্ঠ বৃত্তে বিয়ে সারেন তাঁরা। আর এবার চুপিসারে বিয়ে সারলেন পর্দার 'রাঙা বউ' ওরফে অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। মধ্যরাতে জানা গেল, অভিনেত্রীর বিয়ের খবর। আর খবরে আসতেই হইচই পড়ে গেল অনুরাগীমহলে।


৯ জুলাই, রবিবার পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে (Swarnendu Smaddhar) গাঁটছড়া বাঁধলেন 'ত্রিনয়নী' অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। এদিন ছিল তাঁদের আইনি ও সামাজিক বিয়ের অনুষ্ঠান। বর্তমানে ধারাবাহিক 'রাঙা বউ' তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শ্রুতি। ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। তাই এবার পর্দার 'রাঙা বউ' হয়ে উঠলেন 'স্বর্ণেন্দু গৃহিনী'।



রবিবার ঘনিষ্ঠ জনের উপস্থিতিতে বিয়ে সারলেন তাঁরা। স্বর্ণেন্দুর সিঁদুরে 'রাঙা' হলেন শ্রুতি। তাঁর লাজে রাঙা মুখে ছড়ানো উজ্জ্বল হাসি। এদিন গতানুগতিক সাজ বাদ রেখে নবদম্পতির সাজে ছিল আধুনিকতার ছোঁয়া। অফ হোয়াইট বেনারসি ও পাঞ্জাবিতে সেজেছিলেন দুজনে। মাথায় টায়রা ও টিকলির সাথে হালকা রূপোর গয়নায় সেজে ওঠেন নববধূ শ্রুতি। পরিচালক স্বর্ণেন্দুর পদবি ইতিমধ্যে নিজের নামের পাশে জুড়ে নিয়েছেন অভিনেত্রী।



সোশ্যাল মিডিয়ায় 'গট ম্যারেড' স্ট্যাটাসে আপডেট দিয়েছেন শ্রুতি-স্বর্ণেন্দু জুটি। প্রথমে বিয়ের ছবি প্রকাশ্যে না আনলেও একটি কেকের ছবি পোস্ট করেন তাঁরা। 'জাস্ট ম্যারেড' লেখা কেকের পাশে জ্বলজ্বল করছে যুগলের নাম। সেই ছবি শেয়ার করে শ্রুতি লেখেন, 'মিস টু মিসেস'।


বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।








Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ