Raktabeej: মোশন পোস্টার জুড়ে বিস্ফোরণের স্মৃতি! পুজোয় আসছে আবির-মিমির 'রক্তবীজ'


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: ফের শিবপ্রসাদ-নন্দিতা চমক। পুজোর হল কাঁপাতে মঞ্চে নামল 'রক্তবীজ' (Raktabeej)। প্রথম থেকেই এই ছবির প্রক্ষেপট জানতে মুখিয়ে ছিলেন দর্শকেরা। মোশন পোস্টার প্রকাশ পেতে ধারণা পরিষ্কার হল দর্শকদের। ছবিটি নির্মান করা হয়েছে বর্ধমান বিস্ফোরণের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আবির চ্যাটার্জি (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 


প্রকাশিত মোশন পোস্টার থেকে ছবিটিকে থ্রিলার ছবি বলেই ধারণা হবে দর্শকদের। পশ্চিমবঙ্গের পটভূমিতে বর্ধমানের বোমা বিস্ফোরণের স্মৃতি উস্কাবে 'রক্তবীজ'। ২০১৪ সালে দূর্গাপুজোর অষ্টমী। বর্ধমানের খাগড়াগড়ের এক দোতলা বাড়িতে বোমা বিস্ফোরণের শব্দে ছুটে আসে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু পুলিশের পথ আটকে দুই মহিলা গোটা বাড়ি উড়িয়ে তথ্য লোপাটের হুমকি দেন।
 এরপরেই ঘটনাটি ঘিরে ঘনীভূত হয় রহস্য। যার উত্তর খুঁজবে 'রক্তবীজ'। 


মোশন ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে শিবপ্রসাদ মুখোপাধ্যায় লিখেছেন, "ভোরের আকাশ গাঢ় লাল সময়ের রঙ কালো, রাজার মুকুট মাটিতে লুটায়, আঁধারে প্রদীপ জ্বালো আসছে 'রক্তবীজ। পুজোয় এবার পুজোর ছবি। অর্থাৎ বোঝাই যাচ্ছে, অ্যাকশনে, থ্রিলার, রহস্যে আর পুরনো স্মৃতির মেলবন্ধনে দানা বাঁধবে 'রক্তবীজ'। একে একে সব রহস্যের গিট ছাড়াবেন আবির-মিমি জুটি।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।


Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ