Naseeruddin Shah: দক্ষিণী ছবি 'পুষ্পা' ও 'আরআরআর' বসে দেখার মতো নয়! বিস্ফোরক মন্তব্য নাসিরউদ্দিন শাহর


অস্কার এবং বাণিজ্যিক সাফল্য থাকলেও আগ্রহহীন সিনেমা আরআরআর এবং পুষ্পা নাসিরউদ্দিনের কথায়।*

তানিয়া রায় চৌধুরী: সুনামধন্য ডিরেক্টর রাজমৌলির অস্কার মঞ্চ ঘুরে আসা আরআরআর এবং সুকুমার এর পুষ্পা বাণিজ্যিক সাফল্যে এর শীর্ষে থাকলেও সেইগুলো সিনেমা হলে দেখতে গিয়ে আগ্রহ হারাবেন দর্শক। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ।


আরও পড়ুন: Jawan: এখন ঘরে বসেই দেখা যাচ্ছে কম বাজেটের জওয়ান! নিমেষে ভাইরাল লিংক! অবাক শাহরুখ

বলিউড ইন্ডাস্ট্রির খ্যাতনমা অভিনেতা নাসিরউদ্দিন শাহর বক্তব্য প্রায়দিনই বিতর্কের পরিস্থিতি সৃষ্টি করে।বেশ কিছু সিনেমার ভালো খারাপ তাঁর নিজের দৃষ্টিতে মন্তব্য করে তুলে ধরেন তিনি। কিছুদিন আগে মুক্তি পাওয়া 'দ্য কাশ্মীর ফাইল্‌স’ ও ‘দ্য কেরালা স্টোরির’ মতো ছবিগুলিকে 'বিরক্তিকর' বলে ব্যাখ্যা করেন তিনি। এর ফলে নিজের হেটার্স সংখ্যা যে বাড়তে পারে, ত দুবার ভাবেন নি নাসিরউদ্দিন। তাঁর এই কমেন্ট এর পর অনেক কুরুচিকর কথা শুনতে হলেও তিনি চুপ করে থাকার পাত্র যে নন, সেটা প্রমাণ করলেন ফের এই মন্তব্যের মধ্যে দিয়ে। এবার তিনি সরাসরি আঙ্গুল তুলেছেন দক্ষিণের ব্লকবাসটার আর বাণিজ্যিক সাফল্যের শীর্ষে থাকা দুটি  সিনেমা 'আরআরআর' ও  'পুষ্পা' নিয়ে। যার মধ্যে রজমৌলির সিনেমা অস্কার মঞ্চ ঘুরে এলেও এত রোমাঞ্চ থাকার জন্য তাঁর বসে দেখার মানসিকতা হয় নি বলেই জানিয়েছেন তিনি। তাঁর সপাট বক্তব্য "এখন কি সমাজের পুরুষরা নিজেদের সুরক্ষা নিয়ে সমস্যায়? যে এমন পুরুষতান্ত্রিকতা নিয়ে সিনেমার গল্প, প্রেক্ষাপট হচ্ছে?"


আরও পড়ুন: Dasham Avatar: মুক্তির আগেই 'দশম অবতারের' ঘরে শুভেচ্ছার বন্যা! প্রসেনজিতকে 'বিশেষ' বার্তা পাঠালেন বিগ বি...

কোনো রকম লুকোচুরি ছাড়াই এক সাক্ষাৎকারে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা জানান , তাঁর ভরসা এবং বিশ্বাস আছে নতুন প্রজন্মের ওপর। যারা কাজের গুরুত্ব বোঝে এবং সুন্দর কাজ আমাদের ভবিষ্যতে উপহার দিতে পারে। তিনি এটাও জানিয়েছেন তিনি আস্থা রেখেছেন রামপ্রসাদ কি তেরভি’ এবং ‘গুলমোহর’-এর মতো ছবিগুলির উপর যেগুলো ঠিক নিজেদের মতো করে জায়গা করে নিতে পারবে। তিনি বলেছেন সচেতন তরুণ প্রজন্ম নিজেদের কাজে দাগ রেখে যাবে। তিনি যেমন দক্ষিণী ছবির সমালোচনা করেছেন ঠিক তার পাশাপাশি তার প্রশংসা এল মনি রত্নমের ‘পেন্নিয়িন সেলভান’ (Moni Ratam - Penniyean Selvan ) ছবির জন্য। নাসিরউদ্দিনের মতে, ‘‘মণিরত্নম খুব দক্ষ এক জন চলচ্চিত্র নির্মাতা। আর সবচেয়ে বড় কথা, কোনও এজেন্ডা নেই।’’

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ