Param-Piya: বিয়ের পরদিন থেকেই অসুস্থ পরম অর্ধাঙ্গিনী পিয়া! কেমন আছে তাঁর শারীরিক অবস্থা?
Tania Roy Chowdhury: দিন দুয়েক আগেই চার হাত এক হয়েছে পরম-পিয়ার। চির ব্যাচেলর তকমা ঘুচিয়ে এখন ফ্যামিলি ম্যান পরমব্রত। অন্যদিকে প্রাক্তন অনুপমকে ছেড়ে 'পরম' অর্ধাঙ্গিনী পিয়া চক্রবর্ত্তী। গোধূলি লগ্নে গাঁটছড়া বাঁধার পর বেশ হাসিখুশি ছিলেন দুজনে। কিন্তু তার মাঝেই ভেসে এলো চিন্তার খবর। বিয়ের পরদিন থেকেই অসুস্থ নববধূ পিয়া চক্রবর্ত্তী।
সূত্রের খবর, বহুদিন ধরেই কিডনি স্টোনের সমস্যায় ভুগছিলেন পিয়া। চিকিৎসকের সাথে অনেকবার এই নিয়ে কথা হয়েছে তাঁর। আর চিকিৎসকের পরামর্শ মতোই গত মঙ্গলবার শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন পিয়া। সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে জানা যাচ্ছে। শোনা গিয়েছে, মাইনর একটি সার্জারি হয়েছে পিয়ার। সূত্রের খবর, আপাতত সুস্থ আছেন তিনি। চিন্তার কোনো কারণ নেই।
প্রসঙ্গত, সোমবার সকাল থেকে শুরু হওয়া চর্চা কে হওয়া তে উড়িয়ে দুপুরে আইনি মতে বাড়ির গুরু জনদের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করেন এই নতুন দম্পতি। সেদিন সোশ্যাল মিডিয়াতে তাঁদের ছবি নিয়ে নানা অপ্রীতিকর মন্তব্য থাকলেও তাঁরা দুজন ব্যাস্ত ছিলেন রাতে তাঁদের রিসেপশন নিয়ে। সেখানেও শুধু ঘনিষ্ট মহলের মানুষদের আগমন নজর কাড়ে । এর পাশে কিছু সেলিব্রেটি শুভেচ্ছা তে ভাসেন পরম নিজে। সেই তালিকায় ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মনামী ঘোষরা। পিয়া সুস্থ হয়ে ওঠার পর নতুন দম্পতি কে নিয়ে জল কোনদিকে গড়ায় কিংবা তাঁরা কিছু মুখ খোলেন কি না সেটা সময়ের অপেক্ষায় দেখা যাবে।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment