Prosenjit Chatterjee: টেলিভিশনে ফিরছেন প্রবীর স্যার! 'আলোর কোলে'-র হাত ধরে পর্দায় প্রসেনজিৎ


ঋতুপর্ণ ঘোষের 'গানের ওপারে'-র এর হাত দিয়ে সিরিয়াল প্রযোজনা শুরু করে 'এন আইডিয়াস' তাঁর এতগুলো বছর আবার বুম্বা দা ফিরছে "আলোর ঠিকানা" নিয়ে জী বাংলাতে।

Tania Roy Chowdhury: গত বুধবার অর্থাৎ 22 নভেম্বর ছিল "আলোর ঠিকানা" সিরিয়ালের প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে। সেদিন তিনি তাঁর ক্যারিয়ার এর নানা কথা বলতে শুরু করলে অতীত এর পাতা থেকে তুলে ধরলেন তাঁর এবং তাঁর বন্ধু ঋতুপর্ণ ঘোষের এর সম্পর্কের কথা এবং ঋতু র কাজের সুনাম করতে ভুলে যান নি তিনি। ঋতুপর্ণ ঘোষের 'গানের ওপারে' ধারাবাহিকের হাত ধরে প্রথমবার সিরিয়ালের প্রযোজনায় পা রেখেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যে ধারাবাহিক এত বছর পার করেও বেশ চর্চিত। তারপর কেটে গিয়েছে বহু বছর, তারপর আরও একবার বাংলা সিরিয়ালের দুনিয়ায় ফিরছেন 'খোদ ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 


জি বাংলায় খুব শিগগিরই আসছে এই নতুন সিরিয়াল। বুধবার 'আলোর কোলে' সিরিয়ালের লঞ্চের দিন 'গানের ওপারে'র স্মৃতিতে ভাসলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বলেন, "গানের ওপারে’র মতো ধারাবাহিক আর হবে না, ওটা একজনই পারতেন, সে আমার বন্ধু (ঋতুপর্ণ ঘোষ)।


সিরিয়াল ইন্ডাস্ট্রির পাশে নিজে যে সাহস এবং উদ্যোগ নিয়ে এসে দাঁড়ালেন"খোদ ইন্ডাস্ট্রি" সেটা কতটা সফল হয় এবং দর্শক দের প্রতিক্রিয়া কি হবে সেটা পুরোটাই সময় এর সাথে ধীরে ধীরে প্রকাশ পাবে। এবং কোন গল্প নিয়ে আসছে "আলোর ঠিকানা" সেটাও নজরে পড়তে সময় লাগবে।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ