Soumitrisha Kundu: "ভীষণ আক্ষেপ...!" প্রধান মুক্তির আগেই মুখ খুললেন সৌমিতৃষা


টলিপাড়ার 'মিঠাই' ধারাবাহিক খ্যাত সৌমিতৃষা কুণ্ডু অভিনীত প্রথম ছবি 'প্রধান' এর মুক্তি এই ডিসেম্বরেই। শুক্রবার সিনেমাটির পোস্টার প্রকাশিত হল। খুশির আবহে হঠাৎ আক্ষেপ অভিনেত্রীর স্বরে।

Pritam Banerjee: সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকলেও সৌমিতৃষা জানান তাঁর শারীরিক অসুস্থতার কথা। প্রথম অভিনীত ছবির প্রথম সাংবাদিক সম্মেলনে অভিনেত্রীর জ্বর হ‌ওয়া সত্ত্বেও উপস্থিত ছিলেন তিনি। এই ডিসেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে তার প্রথম ছবি 'প্রধান' । এই ছবিটিতে নায়িকার বিপরীতে থাকছেন তৃণমূল সাংসদ তথা টলিতাড়কা দেব যা সিনেমাপ্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু এর‌ই মধ্যে বিপত্তি! ছবিটির পোস্টার প্রকাশের দিন নিয়ে নায়িকার সম্পূর্ণ পূর্ব প্রস্তুতি থাকলেও জ্বরে আক্রান্ত হয়ে তাঁর সমস্ত পরিকল্পনা ধূসর হয়। 'প্রধান' এর পোস্টার লঞ্চ অনুষ্ঠানে সেই আক্ষেপের কথাই তুলে ধরলেন সৌমিতৃষা।‌


এই দিন সাংবাদিক সম্মেলনে সৌমিতৃষা জানান,"আমি অনেক কিছু পরিকল্পনা করেছিলাম। কী ভাবে সাজব, চুলের স্টাইলটা কেমন হবে! কিন্তু সব কিছুই নষ্ট হয়ে গেল। এতটা শরীর খারাপ হয়ে যাবে বুঝতেই পারিনি। তাই এখানে পৌঁছতেও আমার দেরি হয়ে গেল। আমি কি এত চুপচাপ থাকার মেয়ে? শরীর ঠিক থাকলে এখনই আমি লাফালাফি শুরু করতাম। তবে অবশ্যই মন থেকে ভীষণ উত্তেজিত। এই দিনটার অপেক্ষায়ই তো ছিলাম এত দিন।”



গত বৃহস্পতিবার‌ই 'প্রধান' এর নির্মান শেষ হয়েছে। অভিনেত্রী তাঁর প্রথম ছবিতে বহু কলাকুশলীদের সাথে কাজের সুযোগ পেলেও নিজের বিপরীতে দেবকে পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করে তিনি বলেন,"এই কাজটা করে আমার প্রাপ্তি হল ইন্ডাস্ট্রির এমন কিছু অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেলাম নিজেকে ধন্য মনে হচ্ছে। অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন এবং দেব— এই তিন জনের সঙ্গে কাজ করে মনে হচ্ছে জীবনে কিছু একটা অর্জন করলাম। ব্যস এইটুকুই বলার।” এছাড়াও 'প্রধান' ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর ও বিশ্বনাথ বসু - সহ আরো অনেক শিল্পীকে যাদের যৌথ প্রচেষ্টায় 'প্রধান' নেট দুনিয়ায় সুপ্রশংসিত।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ